West Bengal News Live: শিয়ালদা ডিআরএম অফিসের কাছের হস্টেলে দুষ্কৃতী তাণ্ডব

West Bengal All News Updates Live: সব খবর সবার আগে জেনে নিন এক ক্লিকেই

ABP Ananda Last Updated: 09 Jan 2025 10:50 PM
West Bengal News Live: শিয়ালদা ডিআরএম অফিসের কাছের হস্টেলে দুষ্কৃতী তাণ্ডব

শিয়ালদার হস্টেলে দুষ্কৃতী তাণ্ডব। আবাসিক ও নিরাপত্তারক্ষীদের মারধর। ১ আবাসিকের সঙ্গে বচসা থেকে গণ্ডগোলের সূত্রপাত। ৫০ থেকে ৬০ জন দুষ্কৃতী চড়াও হস্টেলে, আতঙ্কে আবাসিকরা।
শিয়ালদা ডিআরএম অফিসের কাছের হস্টেলে দুষ্কৃতী তাণ্ডব।

WB News Live Update: চট্টগ্রামের চৌধুরীহাট-ফতেয়াবাদ এলাকায় ৩টি মন্দিরে লুঠপাট

বাংলাদেশে টার্গেট হিন্দু, ফের মন্দিরে লুঠপাট। চট্টগ্রামের চৌধুরীহাট-ফতেয়াবাদ এলাকায় ৩টি মন্দিরে লুঠপাট। বিগ্রহের গয়না ও প্রণামীর বাক্স লুঠ। শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম, শ্রীশ্রী বিশ্বেশ্বরী কালী মন্দির ও সত্য়নারায়ণ মন্দিরে লুঠপাট। বাংলাদেশের সংবাদপত্র ‘ডেলি স্টার’ সূত্রে খবর। মন্দিরের পাশাপাশি হিন্দুদের বাড়িতেও ভাঙচুরের চেষ্টা।

West Bengal News Live: মালদার তৃণমূল নেতা দুলাল সরকার খুনের নেপথ্যে দলেরই নেতার সঙ্গে ব্য়বসায়িক শত্রুতা ?

মালদার তৃণমূল নেতা দুলাল সরকার খুনের নেপথ্যে দলেরই নেতার সঙ্গে ব্য়বসায়িক শত্রুতা ? পুলিশি তদন্তে তেমনই ইঙ্গিত মিলেছে। নরেন্দ্রনাথের সঙ্গী ছিল একসময় দুলালের শিবিরে থাকা কৃষ্ণ ওরফে রোহন, খবর সূত্রের। এখনও অধরা অন্যতম অভিযুক্ত কৃষ্ণ ওরফে রোহন রজক। 'রেলের ওয়াগন থেকে পণ্য নামানোর লেবার কনট্রাক্টরি করত রোহন'। 'দুলালের প্রতিপত্তি বাড়ায় রেলের ঠিকাদারি থেকে আয় কমে গিয়েছিল নরেন্দ্রনাথ ও রোহনের'। আয় কমে যাওয়ায় নরেন্দ্রনাথ, রোহনের কমন টার্গেট হয়ে যান দুলাল, খবর সূত্রের। রোহনের আক্রোশকে হাতিয়ার করে দুলালকে খুনের ছক নরেন্দ্রনাথের, খবর পুলিশ সূত্রে। রোহনের সঙ্গে নরেন্দ্রনাথের যোগাযোগের প্রমাণ মিলেছে, খবর পুলিশ সূত্রে। তৃণমূল নেতা দুলাল সরকার খুনে আরেক ধৃত স্বপন শর্মা কুখ্যাত দুষ্কৃতী। অপরাধ জগতের সঙ্গে পুরনো যোগসূত্রেই আগ্নেয়াস্ত্র জোগাড় করেছিল স্বপন, খবর পুলিশ সূত্রে। খুনে ব্যবহৃত বাইক ও আততায়ীদের থাকার ব্যবস্থা করেছিল আরেক অভিযুক্ত বাবলু যাদব, খবর পুলিশ সূত্রে।

WB News Live Update: সীমান্তে বাংলাদেশের উস্কানির মধ্যেই পেট্রাপোল-বেনাপোল সীমান্তে BSF-BGB ফ্ল্যাগ মিটিং

মালদার বৈষ্ণবনগর কাঁটাতার দেওয়ার কাজে বারবার বাধা BGB-র। সীমান্তে বাংলাদেশের উস্কানির মধ্যেই ফ্ল্যাগ মিটিং। পেট্রাপোল-বেনাপোল সীমান্তে BSF-BGB ফ্ল্যাগ মিটিং। দক্ষিণবঙ্গ সীমান্তের আইজি, বিএসএফ, দক্ষিণ-পশ্চিম অঞ্চল বিজিবির আঞ্চলিক কমান্ডারের মধ্যে বৈঠক। 'সীমান্তে সমন্বয় ও শান্তি বজায় রাখতে দুই সীমান্তে নিরাপত্তা বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে জোর'। 'আন্তঃসীমান্ত অপরাধের বিরুদ্ধে যৌথপ্রচেষ্টা, অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধ নিয়ে আলোচনা', সূত্রের খবর।

West Bengal News Live: ভাঙড় ২ বিডিও অফিসে তৃণমূলের ২ গোষ্ঠীর বচসা

ভাঙড়ে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ভাঙড় ২ বিডিও অফিসে তৃণমূলের ২ গোষ্ঠীর বচসা। আরাবুল ইসলাম ও সওকত মোল্লার অনুগামীদের বচসা। পোলেরহাট থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

WB News Live Update: আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলা, ১৮ জানুয়ারি রায় ঘোষণা

আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলা, ১৮ জানুয়ারি রায় ঘোষণা। ১৮ জানুয়ারি রায় ঘোষণা করবে শিয়ালদা আদালত। আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলার বিচারপ্রক্রিয়া শেষ। ১৮ জানুয়ারি দুপুর ২.৩০-এ রায় ঘোষণা। বিচারপ্রক্রিয়া শুরুর ২ মাসের মাথায় রায়ের দিন ঘোষণা। ০৯.০৮.২৪: আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুন। আর জি কর-কাণ্ডের ৫ মাসের মাথায় রায়ের দিন ঘোষণা।

West Bengal News Live: আর জি করে বিচারের দাবিতে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল চিকিৎসকদের

আর জি কর মেডিক্যালে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণকাণ্ডের পাঁচমাস পার। বিচারের দাবিতে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল চিকিৎসকদের।

WB News Live Update: মালদায় তৃণমূল নেতা খুনে গ্রেফতারির পর বহিষ্কৃত নরেন্দ্রনাথ তিওয়ারি

মালদা তৃণমূল নেতা খুনে গ্রেফতারির পর বহিষ্কৃত নরেন্দ্রনাথ তিওয়ারি। নরেন্দ্রনাথ তিওয়ারিকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল। মালদা টাউন তৃণমূলের সভাপতি ছিলেন নরেন্দ্রনাথ তিওয়ারি। তৃণমূল নেতা দুলাল সরকারের ঘটনায় গতকালই গ্রেফতার নরেন্দ্রনাথ। গ্রেফতারির পর নরেন্দ্রনাথকে ৬ বছরের জন্য বহিষ্কার করল তৃণমূল

West Bengal News Live: পুলিশ সেজে আয়কর আধিকারিকের গলার হার ছিনতাইয়ের অভিযোগ

পুলিশ সেজে আয়কর আধিকারিকের গলার হার ছিনতাইয়ের অভিযোগ। পুলিশ সেজে ভরদুপুরে EM বাইপাসের ওপর ছিনতাইয়ের অভিযোগ। একই দিনে সন্ধেয় আরও একজনের হার ছিনতাইয়েরও অভিযোগ । আতঙ্কিত টেগোর পার্কের সারদা পল্লি এলাকার বাসিন্দারা। কসবা থানায় ছিনতাইয়ের অভিযোগ দায়ের । CC ক্যামেরার ফুটেজে চিহ্নিত বাইক আরোহী ৩ যুবক ।

প্রেক্ষাপট

স্বাস্থ্য সাথীর খরচ ছাঁটাইয়ে সিলমোহর দিল রাজ্য সরকার। রোগীদের পরিবহণ ভাতার অঙ্ক ৪০০ ও ৬০০ টাকা থেকে কমিয়ে পাকাপাকিভাবে করা হল ২০০ টাকা। হাসপাতাল ও বাড়ি একই জেলায় হলে আগে ৪০০ টাকা পরিবহণ ভাতা পেতেন রোগীরা। বাড়ি অন্য জেলায় হলে ৬০০ টাকা পরিবহণ ভাতা দেওয়া হত। খরচ কাটছাঁট করে সেই পরিবহণ ভাতা করা হয় ২০০ টাকা। কিন্তু এই বিষয়ে সরকারিভাবে কোনও স্পষ্ট নির্দেশ না থাকায় সমস্যায় পড়ছিল হাসপাতালগুলি। সেই জটিলতা কাটাতেই ৬ জানুয়ারি থেকে লিখিত নির্দেশ জারি করা হয়েছে। ২০২২-এর পর স্বাস্থ্য সাথী প্রকল্প থেকে সরে যায় বিমা সংস্থা। নতুন সংস্থার সঙ্গে চুক্তি না হওয়ায়, স্বাস্থ্য সাথীর খরচের দায়িত্ব নেয় রাজ্য সরকার। এরপরই স্বাস্থ্য সাথী প্রকল্পে সরকারি হাসপাতালে চিকিৎসা করিয়ে রোগীদের বাড়ি ফেরার পরিবহণ ভাতায় কোপ পড়ে।


ফের নামল পারদ। রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত। কলকাতায় এক ধাক্কায় ৩ ডিগ্রি নেমেছে পারদ। আজ সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা নেমেছে ১০-এর ঘরে। উত্তরবঙ্গেও কনকনে ঠান্ডা। আগামীকাল আরও নামতে পারে পারদ। তবে শীতের পথে কাঁটা হতে ফের পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি। ফলে পৌষ সংক্রান্তির আগে আটকাতে পারে উত্তুরে হাওয়া। সপ্তাহান্তে ফের পারদ ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা।


মালদায় তৃণমূল নেতা খুন হতেই নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ হলেন মাল পুরসভার চেয়ারম্যান স্বপন সাহা। কোটি কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগে গতবছর সেপ্টেম্বরে তাকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল। নিরাপত্তাও তুলে নেওয়া হয়। নিরাপত্তারক্ষী ফেরানোর আবেদন করে পুলিশ সুপারকে ইমেল করেছেন বহিষ্কৃত তৃণমূল নেতা।


এবার মুহুরি পরিচয়েও জালিয়াতি। পাসপোর্ট জালিয়াতি চক্রের আরও একজনকে বারাসাত থেকে গ্রেফতার করল পুলিশ। সূত্রের দাবি, রীতিমতো রেট চার্ট তৈরি করে, নির্দিষ্ট অর্থের বিনিময়ে বাংলাদেশের নাগরিকদের আধার কার্ড, প্যান কার্ড, জন্মের শংসাপত্রের মতো নথি তৈরি করে দিতেন ধৃত সমীর দাস। যদিও ধৃত মুহুরি নয় বলেই জানিয়েছেন পশ্চিমবঙ্গ ল-ক্লার্ক অ্যাসোসিয়েশন। নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন ধৃত। 


কারও পায়ে রক্ত জমে গেছে। কোমরে আঘাত। কাউকে বুট দিয়ে লাথি মারা হয়েছে। রেহাই পাননি মূক ও বধির মৎস্যজীবীও। বাংলাদেশের জেলে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ভারতীয় মৎস্যজীবীরা। গত বছর অক্টোবর ও নভেম্বর মাসে ৬টি ট্রলারে চড়ে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন কাকদ্বীপের ৯৬ জন মৎস্যজীবী। আন্তর্জাতিক জল-সীমানা লঙ্ঘনের অভিযোগে তাঁদের গ্রেফতার করে ইউনূস সরকার। সোমবার বাড়ি ফিরেছেন তাঁরা। কিন্তু এখনও তাঁদের চোখে-মুখে আতঙ্কের ছাপ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.