মনোজ বন্দ্যোপাধ্যায়, সৌরভ বন্দ্যোপাধ্যায়, সমীরণ পাল, কলকাতা : মহালয়ার ( Mahalaya ) সকালে গঙ্গায় তর্পণ করতে গিয়ে তিন জেলায় তলিয়ে গেলেন ৭ জন। পশ্চিম বর্ধমানের ( Paschim Bardhaman ) কাঁকসায় একজনের মৃত্যু হয়েছে। হুগলির ( Hooghly ) হিন্দমোটরে ২ জনকে উদ্ধার করা সম্ভব হলেও ৩ জন এখনও নিখোঁজ। উত্তর ২৪ পরগনার ( North 24 Pargana ) পানিহাটিতেও গঙ্গায় তর্পণ করতে গিয়ে তলিয়ে যান এক ব্যক্তি।
কাঁকসায় প্রৌঢ়ের মৃত্যু
পশ্চিম বর্ধমানের কাঁকসার শিবপুরে অজয়ের ঘাটে তর্পণ করতে নেমেছিলেন ৬৫ বছরের শ্রীধর চট্টোপাধ্যায়। জলের গভীরতা বুঝতে না পেরে তিনি তলিয়ে যান। একঘণ্টা পর উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে প্রৌঢ়কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ছয় প্রতিবেশীর সঙ্গে শনিবার সকালে শিবপুরের অজয় নদে তর্পন করতে নামেন।
অজয় নদে নেমেই তলিয়ে যায় ওই প্রৌঢ় । গভীরতা বুঝতে না পেরেই তলিয়ে যান ওই প্রৌঢ়। খবর দেওয়া হয় কাঁকসা থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। প্রায় এক ঘন্টা পর স্থানীয়দের সাহায্যে উদ্ধার হয় প্রৌঢ়। আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন, এই ঘটনার কথা জেনে গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিগত কয়েক বছরে এই ঘাটে স্নানে নেমে মৃত্যুর ঘটনা ঘটেছে বেশ কয়েকবার, প্রশ্ন উঠছে পুলিশের নজরদারির নিয়েও।
হিন্দমোটরে মৃত ৫
হিন্দমোটরে তর্পণের সময় জোয়ার আসায়, গঙ্গায় তলিয়ে যান ৫ জন। পরে ২ জনকে উদ্ধার করেন স্থানীয়রা। বাকি ৩ জনের খোঁজে নৌকা ও স্পিড বোট নামানো হয়েছে। ঘটনাস্থলে হাজির চন্দননগর কমিশনারেটের পদস্থ কর্তারা।
মৃত্যু পাণিহাটিতেও
অন্যদিকে স্ত্রীকে নিয়ে তর্পণ করতে এসে সকালে পানিহাটির গিরিবালা ঘাটে তলিয়ে যান মধ্যমগ্রামের বাসিন্দা শেখর মণ্ডল। গঙ্গায় নামতেই পা পিছলে তলিয়ে যান মাঝবয়সী ওই ব্যক্তি। ডুবুরি নামিয়ে শুরু হয় তল্লাশি। খড়দা থানার পুলিশও ঘটনাস্থলে রয়েছে।
অনেক মণ্ডপেই প্রতিমা এসে গিয়েছে। উৎসবের আনন্দে গা ভাসিয়েছে গোটা বাংলা। কিন্তু এই আনন্দ আয়োজনের মধ্যেই প্রিয়জনদের হারিয়ে ফেলল পরিবারগুলো। উৎসব শুরু আগেই নামল ঘন অন্ধকার ।
আরও পড়ুন, এবার ঘোড়ায় আগমন দেবী দুর্গার, দেখে নিন বাঙালির প্রাণের উৎসবের নির্ঘণ্ট !
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial