জয়ন্ত রায়, মহেশতলা: সাত সকালে মহেশতলায় (Mahershtala) উল্টে গেল ভোজ্য তেলের গাড়ি। তেল সমেত গাড়ি উল্টে যাওয়ায় বিপত্তি। যার জেরে সম্প্রীতি ফ্লাইওভারের যান চলাচল বন্ধ। 


উল্টে গেল ভোজ্য তেলের গাড়ি: দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থানার অন্তর্গত সম্প্রীতি ফ্লাইওভার। পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন সকালে ডাকঘরের কাছে তারাতলাগামী ভোজ্য তেল সমেত একটি গাড়ি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়িটি বজবজের দিক থেকে কাঁচরাপাড়া দিকে যাচ্ছিল। গাড়িটি উল্টে যেতেই ভোজ্য তেলের পাউচ এবং বোতলগুলি ফ্লাইওভারের ওপরে পড়ে যায়। এমনকি বেশ কয়েকটি পাউচ ফেটেও ফ্লাইওভারের ওপরে তেল পড়ে যায়।                 


অন্য কোনও গাড়ি যাতে দুর্ঘটনার কবলে না পড়ে তাই যান চলাচল বন্ধ করে দেয় মহেশতলা ট্রাফিক পুলিশের আধিকারিকরা। পরে ব্রেক ডাউন ভ্যান ওই তেলের গাড়িকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যায়। পাশাপাশি অন্য একটি গাড়িতে করে ফ্লাইওভারের ওপর পড়ে থাকা ভোজ্য তেলের প্যাকেট গুলিকেও নিয়ে যাওয়া হয়। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী, সামনে কোনও গাড়ি হঠাৎই চলে আসায় ভোজ্য তেল সমেত এই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।                           


গত ২৭ মার্চ বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঢাকুরিয়া ট্রেন লাইন সংলগ্ন ২০ টি ঝুপড়ি। দুপুর ১টা নাগাদ ঢাকুরিয়া স্টেশন সংলগ্ন বাবুবাগান ঝুপড়ি এলাকায় আগুন লেগেছিল। জানা যায়, ঝুপড়িগুলিতে কাঠ, কয়লার মতো দাহ্য পদার্থ মজুত থাকাতে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। তারই মাঝে সিলিন্ডার বিস্ফোরণ হয়।যার জেরে আরও ভয়াবহ আকার ধারণ করে পরিস্থিতি। যদিও ঘটনায় নিহত হওয়ার কোনও খবর মেলেনি। প্রাথমিকভাবে জানা যায়, রান্না করার সময় স্টোভ থেকে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন। প্রায় দেড় ঘণ্টা ধরে লাগাতার চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। তবে স্থানীয়দের দাবি বারবার ফোন করলেও আসতে দেরি করেছে দমকল।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: WB Summer Vacation: এগিয়ে আনা হল গরমের ছুটি, নোটিস জারি স্কুল শিক্ষা দফতরের