হিন্দোল দে, দক্ষিণ ২৪ পরগনা: মহেশতলা জোড়া হত্যাকাণ্ডে গ্রেফতার বৃদ্ধার ভাই। খুনের মাস্টারমাইন্ড বৃদ্ধার ভাই আশিস নস্কর, পুলিশ সূত্রে দাবি। 'সম্পত্তি হাতাতেই বৃদ্ধা ও তাঁর নাতিকে খুন, খুনের জন্য ইউসুফ খান নামে এক রাজমিস্ত্রিকে সাড়ে ৩ লক্ষ টাকা সুপারি।'
জেরায় অপরাধ কবুল ধৃতের, পুলিশ সূত্রে দাবি।
বৃদ্ধার বাড়িতে রাজমিস্ত্রির কাজে এসেছিলেন ইউসুফ। প্রথমে ইউসুফকে গ্রেফতার করে পুলিশ। ইউসুফকে জেরায় খোঁজ মেলে আশিস নস্করের। ১২ মে মহেশতলায় বাড়ি থেকে উদ্ধার হয় ঠাকুমা ও নাতির দেহ।
ভাইয়ের ওপর বাড়ি সারাইয়ের দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হয়েছিলেন দিদি। দিদির দেওয়া দায়িত্ব পালনও করেছিলেন ভাই। কিন্তু, তারপর, পথের কাঁটা দিদিকে সরাতে খুনের ছক কষেছিলেন সেই ভাই-ই! মহেশতলায় জোড়া হত্যাকাণ্ডের তদন্তে এবার সামনে এল নতুন মোড়! ঠাকুমা ও তাঁর নাতিকে খুনের ঘটনায় এবার মৃতার ভাইকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে দাবি, সম্পত্তি হাতাতেই দিদিকে খুনের ছক কষেছিলেন তাঁর নিজের ভাই আশিস নস্কর। খুনের জন্য সাড়ে ৩ লক্ষ টাকা সুপারি দিয়েছিলেন তিনি! পুলিশ সূত্রে দাবি, জেরায় অপরাধ কবুল করেছে অভিযুক্ত আশিস।
১২ মে দিনেদুপুরে জিঞ্জিরাবাজার তদন্তকেন্দ্রের কাছেই বাড়ি থেকে ঠাকুমা ও নাতির দেহ উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে যায়। সেদিন, ঘটনাস্থলে দাঁড়িয়ে খুনের সম্ভাব্য কারণ থেকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এই আশিস নস্কর। তিনি বলেছিলেন, 'সম্পত্তি নিয়ে বিবাদ ছিল। শেখরের বউ থাকে না। বউযের মা মাঝ মাঝে আসতেন।' এবার খুনের অভিযোগে তাকেই গ্রেফতার করল পুলিশ।
১২ মে, জোড়া খুনের পর সামনে এসেছিল একটি সিসিটিভি ফুটেজ। সেই ফুটেজ দেখে ঠাকুরপুকুর থেকে ইউসুফ শেখ নামে অভিযুক্ত রাজমিস্ত্রিকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, জেরায় ধৃত ইউসুফ প্রথমে দাবি করে, মাসদুয়েক আগে মায়া মণ্ডলের বাড়িতে সে কাজ করেছিল। কিন্তু, বর্তমানে অনটনে ভোগায় লুঠের উদ্দেশেই সেদিন সেখানে যায় সে। কিন্তু ঘর থেকে খোয়া যায়নি কিছুই। তারপর থেকে টানা জেরায় ভেঙে পড়ে ইউসুফ। সেখানেই সে জানায় দিদি ও নাতিকে খুনের জন্য সাড়ে ৩ লক্ষ টাকা সুপারি দিয়েছিল আশিস নস্কর। ইউসুফের দাবি, পুলিশ যাতে মনে করে লুঠের জন্য খুন, তাই ঘর লন্ডভন্ড করতে বলেছিলেন আশিসই।
কিন্তু কীসের সম্পত্তি?
মৃতার দেওর হরনাথ মণ্ডল বলেন, 'বাপের বাড়ির জমি বেচে ৩৫-৩৬ লক্ষ টাকা পেয়ে ছিল, তাই খুন।' ধৃত আশিস নস্করের ১ জুন পর্যন্ত পুলিশ হেফাজত দিয়েছে আলিপুর আদালত।
আরও পড়ুন: শরীরে কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে বিশেষভাবে উপকারী নারকেল, কীভাবে ব্য়বহার করবেন?