করুণাময় সিংহ, সুজাপুর: মালদার সুজাপুরে গুলিতে আহত যুবক। চায়ের দোকানে ওই যুবককে খুব কাছ থেকে গুলি করা হয়। আহত অবস্থায় তাঁকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাত ৮টা নাগাদ কালিয়াচক থানার সুজাপুরে ওই ঘটনা ঘটে।  


পুলিশ সূত্রে খবর, দোকানে চা খাচ্ছিলেন ৩৩ বছরের আলিউল্লা শেখ। সেই সময় তাঁকে গুলি করে দুই দুষ্কৃতী। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো বিবাদের কারণেই ওই ঘটনা ঘটে থাকতে পারে। অভিযুক্তরা পলাতক।     


অন্যদিকে, কয়েকদিন আগেই মালদার কালিয়াচকে মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলাকালীন দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু হয় এক কিশোরের। তবে ধাওয়া করে পুলিশ গ্রেফতার করে এক মাদক কারবারিকে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও ব্রাউন সুগার।


পুলিশ সূত্রে খবর,নিহত কিশোরের নাম রাজীব শেখ। তার বাড়ি বৈষ্ণবনগর থানা এলাকার কুম্ভীরা গ্রাম। দশম শ্রেণির ছাত্র ছিল সে। পুলিশ গোপন সূত্রে জানতে পারে, বালিয়াডাঙায় দু’দলের মধ্যে মাদকের কারবার হবে। এই খবর পেয়ে দু’দলে ভাগ হয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সাদা পোশাকের পুলিশের একটি দল দুই মাদক কারবারির সঙ্গে ডিল করা শুরু করে। আরেকটি দল কিছুটা দূরে দুষ্কৃতীদের ধরার জন্য ওত পেতেছিল। পুলিশ সূত্রে দাবি, সেই সময় দুই মাদক কারবারি পালানোর চেষ্টা করে। তখনই পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা। সেইসময় রাজীব শেখ নামে এক কিশোর রাস্তা দিয়ে যাচ্ছিল। দুষ্কৃতীদের ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার পেটে লাগে। তাকে গুরুতর জখম অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।


ধাওয়া করে এক মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের কাছ থেকে একটি ৭ এমএম পিস্তল ও ৪০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। মালদার পুলিশ সুপার জানিয়েছেন, মাদক কারবারে আর কারা কারা যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে।