ভাস্কর ঘোষ, বেলুড় :
আজ স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মতিথি। সিমলা স্ট্রিটে স্বামীজির জন্মভিটেয় আজ মঙ্গলারতি দিয়ে দিনের শুরু হয়।  সকালে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। কোভিডের কারণে ভক্তদের প্রবেশ নিয়ন্ত্রিত।  এছাড়াও দিনভর থাকবে বিভিন্ন অনুষ্ঠান। সেই অনুষ্ঠান ভক্তরা অনলাইনে দেখার সুযোগ পাবেন।  


বেলুড়মঠে আজ ভোর পৌনে ৫টায় স্বামীজির মন্দিরে মঙ্গলারতি হয়।  এরপর স্বামীজির মন্দির, ঘর ও শ্রীরামকৃষ্ণের মন্দিরে সারাদিন ধরে চলবে বেদপাঠ, স্তবগান, সহ বিভিন্ন অনুষ্ঠান।  


তবে কোভিড পরিস্থিতির কারণে ভক্তদের প্রবেশাধকার নেই বেলুড়মঠে। মঠের পক্ষ থেকে জানানো হয়েছে, 'সকলের অবগতির জন্য জানানো হচ্ছে যে, পুনরায় না জানানো পর্যন্ত বেলুড় মঠ প্রাঙ্গন ভক্ত ও দর্শনার্থীদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের ২ জানুয়ারি ২০২২ তারিখের কোভিড-১৯ সংক্রান্ত নির্দেশিকা অনুসারে উপরোক্ত সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।' বেলুড় মঠ থেকে লাইভ স্ট্রিম দেখা যাবে - 
এই দুই লিঙ্কে ক্লিক করে। 


Youtube: https://youtu.be/Xzn2LZL45RY


Facebook: https://fb.me/e/4qov1MLq0


তথ্যসূত্র : https://belurmath.org/

গত ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মঠে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়। ফের ২ তারিখ অপর একটি বিজ্ঞপ্তি জারি করে বেলুড় মঠ কর্তৃপক্ষ। তাতে জানানো হয়, রাজ্য সরকারের কোভিড নির্দেশিকা মেনে অনির্দিষ্টকালের জন্য মঠ প্রাঙ্গণে ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে বলে মঠ কর্তৃপক্ষ জানিয়েছে। 




এর আগে গত ১২ জানুয়ারি যুবদিবসেও যুগনায়ক স্বামী বিবেকানন্দর ১৬০তম জন্মদিনে বিভিন্ন অনুষ্ঠান হলেও বেলুড় মঠ বা তাঁর জন্মভিটেতে ভক্তদের প্রবেশাধিকার ছিল না। এই বছর স্বামী বিবেকানন্দের জন্মদিন ও স্বাধীনতার ৭৫ বছর, উপলক্ষে রামকৃষ্ণ মিশন ও কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রক একগুচ্ছ অনুষ্ঠানের পরিকল্পনা করে।  এই অনুষ্ঠান ও বিভিন্ন কর্মসূচি চলবে আগামী ১৫ অগাস্ট পর্যন্ত। রামকৃষ্ণ মঠ ও মিশনের ১২৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপন অনুষ্ঠানের সূচনা হবে ১ মে। বেলুড় মঠ সূত্রে খবর, এই ঘটনাকে স্মরণীয় করে রাখতে এক বছর ধরে দেশে ও বিদেশে হবে নানা অনুষ্ঠান। বেলুড় মঠের সঙ্গে যৌথভাবে এই বছরভর উত্‍সব উদযাপন করতে চায় কেন্দ্রীয় সরকার। ১৮৯৭ সালের ১ মে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ।  ২০২২-র ১ মে, প্রতিষ্ঠার ১২৫তম বর্ষপূর্তি হবে। সেই উপলক্ষে বছরভর চলবে উদযাপন। যার সমাপ্তি হবে ২০২৩-এর ১ মে।  তবে কোভিডড পরিস্থিতিতে কীভাবে হবে উদযাপন , তা জাবে মঠ কর্তৃপক্ষ।