করুণাময় সিংহ, মালদা: বেসরকারি বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন মা ও মেয়ে। শনিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে চাঁচলের বীরস্থলে ৮১ নম্বর জাতীয় সড়কে। এই মর্মান্তিক দুর্ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দুর্ঘটনার জেরে জাতীয় সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। অবরোধের জেরে প্রবল যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।


পুলিশ সূত্রে খবর, মৃতার নাম সেতারা বিবি (৩২) ও মেয়ের নাম শাহনওয়াজ খাতুন(৬)। তাদের বাড়ি চাঁচলের বাশিলহাটে। অটোর আরও ৫জন যাত্রী গুরুতর জখম হয়েছেন। সকলেই  চাঁচলের সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়েই হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন চাঁচলের বিধায়ক নীহার রঞ্জন ঘোষ।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন অটোতে করে মেয়েকে নিয়ে বাপের বাড়ি গঙ্গাদেবী এলাকায় যাচ্ছিলেন মা সেতারা বিবি। ওই সময় বীরস্থলে মালদহ থেকে চাঁচলমুখী একটি বেসরকারি বাস প্রচন্ড গতিতে এসে অটোটিকে ধাক্কা মারে। বেসরকারি বাসের ধাক্কায় অটো থেকে ছিটকে পড়েন যাত্রীরা। ঘটনাস্থলেই মা ও মেয়ে মারা যান। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে অবরোধের জেরে প্রবল যানজট শুরু হয়। 


প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, অটোটি রাস্তার বাম দিকে থাকলেও বাসটি প্রচন্ড গতিতে এসে অটোটিকে ধাক্কা মারে। চাঁচল হাসপাতালে ভর্তি অটোর এক যাত্রী সায়েরা বানু বলেন, ডাক্তার দেখাতে সামসি যাওয়ার জন্য অটোতে উঠেছিলাম। বীরস্থলে আচমকাই বাসের ধাক্কায় ছিটকে পড়ি। তারপর আর কিছু মনে ছিল না। হাসপাতালে চিকিৎসা চলছে গুরুতর জখম আরও দুই জনের। 


এদিকে, মুর্শিদাবাদের নবগ্রামে জাতীয় সড়কে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হল ম্যাটাডোর চালক-সহ চারজনের। আহত আরও ২ জন। শুক্রবার ভোর সাড়ে ৫টা নাগাদ ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নবগ্রামের পুনিয়া থেকে বহরমপুরে যাওয়ার জন্য ম্যাটাডোরে উঠছিলেন কয়েকজন শ্রমিক। আচমকাই পিছন থেকে এসে ধাক্কা মারে ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয় ম্যাটাডোর চালক-সহ ৪ জনের। এরপরই জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে সেখানে যান নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল। তাঁর আশ্বাস ঘণ্টাখানেক পর অবরোধ ওঠে।