করুণাময় সিংহ, মালদা: এবার থেকে মালদা টাউন স্টেশনেও দাঁড়াবে রাজধানী এক্সপ্রেস। আগরতলা-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস থামবে মালদা টাউনে। রবিবার প্রথম টিকিট কাটলেন মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু ও ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। অন্যদিকে, মালদাবাসীর দাবি পূরণের কৃতিত্ব কোন দল নেবে তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 


নতুন বছরে মালদাবাসীকে উপহার দিল ভারতীয় রেল। পূরণ হতে চলেছে মালদাবাসীর কয়েক দশকের দাবি। এবার থেকে মালদা টাউন স্টেশনেও থামবে রাজধানী এক্সপ্রেস। মালদা থেকে দিল্লি পৌঁছনো যাবে ১৯ ঘণ্টায়। রবিবার থেকেই শুরু হয়ে গিয়েছে টিকিট বুকিং। টিকিট কাটলেন মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু ও ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। যদিও, এ বছর নয়, একেবারে সামনের বছরের শুরু থেকে মালদা টাউন স্টেশনে থামবে রাজধানী এক্সপ্রেস। 


২০২৪ সালের ১৬ জানুয়ারি থেকে মালদা টাউন হয়ে যাতায়াত করবে আগরতলা-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস। মালদা ডিভিশনের ডিআরএম বিকাশ চৌবে বলেন, 'আগামী বছর ১৫ই জানুয়ারি আগরতলা থেকে ছেড়ে মালদহ টাউন স্টেশনে পৌঁছবে ১৬ই জানুয়ারী  মালদা টাউন স্টেশনে থামবে রাজধানী এক্সপ্রেস।১৯ ঘণ্টা ৪০ মিনিটে,দিল্লী পৌঁছে যাবে এই ট্রেন।'


এর আগে এই ট্রেনটি আগরতলা থেকে ছেড়ে বাংলায় শুধুমাত্র নিউ জলপাইগুড়ি স্টেশনে দাঁড়াত। এর পরের স্টপেজ ছিল বিহারের কাটিহার জংশন। এবার রাজধানী এক্সপ্রেসে উঠতে হলে আর নিউ জলপাইগুড়ি পর্যন্ত যেতে হবে না মালদার বাসিন্দাদের। প্রসঙ্গত, মালদা টাউন স্টেশনে রাজধানী এক্সপ্রেসের স্টপেজ চেয়ে একাধিকনবার রেলমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন মালদা উত্তরের বিজেপি সাংসদ।


রেলমন্ত্রককে চিঠি দিয়েছিলেন ইংরেজবাজারের বিজেপি বিধায়কও। রেলের তরফে এই ঘোষণা হওয়ার পরই এবার এর কৃতিত্ব নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, 'বহুবার আমরা চিঠি লিখেছিলাম রেলমন্ত্রীর কাছে।অবশেষে আমাদের এবং মালদা বাসির সেই স্বপ্ন পূরণ হল।এটা জনগণের দাবি। ১৯ সালে নির্বাচিত হয়ে এসে বার বার চিঠি করেছি। তার ফলে এখানকার স্বপ্ন পূরণ হচ্ছে।'


ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী বলেন, 'আমরা বিধায়ক সাংসদ বার বার চিঠি করে ছিলাম রেল মন্ত্রীকে। তারই ফল এদিন আমরা পেলাম। এরফলে কম সময়ে মানুষ দিল্লি পৌঁছবে। আমরা একটা বড় উপহার পেলাম।'


এই নিয়ে শুরু হয়েছে 'কৃতিত্ব' তরজা। মালদা তৃণমূলের সহ সভাপতি দুলাল সরকার বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন সেই সময় এই প্রক্রিয়া শুরু হয়েছিল।এখন বিজেপি তার কৃতিত্ব নিচ্ছেন।' মালদা কংগ্রেসের সাধারণ সম্পাদক কালীসাধন রায়ের দাবি, 'এ কথা অনেকদিন আগেই ভেবেছিলেন প্রয়াত গনি খান চৌধুরী।' রাজধানী এক্সপ্রেস মালদায় থামলে, শুধু মালদাই নয়, উপকৃত হবেন আশপাশের কয়েকটি জেলার বাসিন্দারাও। 


আরও পড়ুন: পুরুলিয়ায় সোনার দোকানে ডাকাতির ঘটনায় ধৃত আরও ১