কলকাতা: শ্যুটিং মানেই তো পর্দায় চরিত্রকে ফুটিয়ে তোলা। কিন্তু তার জন্য কেবল অভিনয় নয়, সাজও হওয়া চাই এক্কেবারে নিখুঁত। নাহলে কিন্তু কঠিন ব্যবস্থা নিতে পারেন খোদ পরিচালকই!
এমনই এক ঘটনা ঘটেছিল 'রক্তবীজ' (Roktobeej)-এর শ্যুটিংয়ে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy)-এর আগামী ছবি 'রক্তবীজ'-এ একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন দেবলীনা কুমার (Devleena Kumar)। কিন্তু সেখানে তাঁর চরিত্রে একেবারেই সাধারণ এক মেয়ের।
দেবলীনা যখন মেকআপ করে শ্যুটিংয়ে এসে পৌঁছন, তখন সবকিছু ঠিকটাক থাকলেও, খুঁত থেকে গিয়েছিল তাঁর হাতের সাজে! হঠাৎ লক্ষ্য করা হয়, দেবলীনার হাতে বাহারি নখ, যা তাঁর পর্দার চরিত্রের সঙ্গে এক্কেবারে বেমানান। ব্যাস.. নায়িকার মনখারাপের তোয়াক্কা না করেই শটে যাওয়ার আগে নখ কাটতে ব্যস্ত হয়ে পড়লেন সহকারী পরিচালক অরিত্র মুখোপাধ্যায়। আপত্তিকে থোড়াই কেয়ার.. পরিচালক শিবপ্রসাদ রীতিমতো দাঁড়িয়ে থেকে রীতিমতো তত্ত্বাবধান করলেন। সব সাজ খুলে, এক্কেবারে চরিত্রের লুকে ফিরে শুরু হল শ্যুটিং।
অন্যদিকে, আজ সোশ্যাল মিডিয়ায় আরও একটি মজার ভিডিও শেয়ার করে নিয়েছেন খোদ পরিচালক। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনুসূয়া মজুমদার (Anashua Majumdar)। শিবপ্রসাদের বিশ্বাস, অনুসূয়ার ছোঁয়া পেলে নাকি তাঁর সব ছবিই সুপারহিট হয়। সে 'মুখার্জীদার বউ' হোক বা 'গোত্র'। রক্তবীজের ক্ষেত্রেও এই রীতিরই পুনরাবৃত্তি ঘটবে বলে আশা পরিচালকের।
খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডের প্রেক্ষাপটে এই প্রথমবার থ্রিলার ছবি পরিচালনা করছেন এই পরিচালকদ্বয়। এই ছবিতে জুটি হিসেবে দেখা যাবে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)-কে। এছাড়াও একাধিক জনপ্রিয় মুখকে দেখা যাবে এই ছবিতে। এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন, অনুসূয়া মজুমদারের (Anushua Majumdar), কাঞ্চন মল্লিক (Kanchan Mallick), সত্যম ভট্টাচার্য্য (Satyam Bhattacharyya), অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhattacharyya), দেবলীনা কুমার (Debleena Kumar) ও দেবাশীষ মণ্ডল (Debashish Mondal)। থ্রিলার ঘরানার এই ছবিতে প্রথমবার জুটি হিসেবে দেখা যাবে আবির ও মিমিকে। পুজোয় মুক্তি পাচ্ছে 'রক্তবীজ'। এই প্রথম ঘরানা ভেঙে থ্রিলার ছবি পরিচালনা করছেন শিবপ্রসাদ-নন্দিতা।
আরও পড়ুন: Aneek Dhar: হাজির বিশেষ কেক, অভিনব আয়োজনে ছেলের নাম জানালেন অনীক-দেবলীনা