করুণাময় সিংহ, মালদা : রাজ্যের দুয়ারে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023)। ভোট এগিয়ে আসার সঙ্গে বাড়ছে অস্ত্র উদ্ধারের বহরও। ফের একবার মালদা থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র (Arms Recovered)। শোওয়ার ঘর থেকে আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। কোথা থেকে নিয়ে আসা হয়েছিল আগ্নেয়াস্ত্র, কেন তা মজুত করা হয়েছিল, খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ (Police)।
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার বাখরাবাদ এলাকায় অভিযান চালায় পুলিশ। সুধাংশু মণ্ডল নামে ব্যক্তির বাড়িতে চালানো হয় অভিযান। সেখানে তাঁর শোওয়ার ঘর থেকে উদ্ধার হয় বাক্সের মধ্যে রাখা একটি আগ্নেয়াস্ত্র। উদ্ধার হয় এক রাউন্ড কার্তুজও। গত বেশ কয়েকমাস ধরেই মালদায় একাধিকবার অস্ত্র, বোমা উদ্ধার হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে বাইরের রাজ্য থেকে অস্ত্র আমদানির খবর সামনে উঠে এসেছে। এক্ষেত্রে কোথা থেকে আগ্নেয়াস্ত্র আনা হয়েছিল, কেন তা মজুত করা হয়েছিল, খতিয়ে দেখতে শুরু চলেছে পুলিশ।
এমনিতেই রাজ্যের বিভিন্ন জায়গা জুড়ে ক্রমাগত আগ্নেয়াস্ত্র, বোমা উদ্ধারের লাগাতার ঘটনা ঘিরে জারি রয়েছে রাজনৈতিক চাপানউতোর। আসন্ন পঞ্চায়েত ভোটে যাতে হিংসা ছড়ানো যায়, সেই জন্য শাসক দলের সাহায্যে অস্ত্র-বোমা মজুত করা হচ্ছে বলেই অভিযোগ বিরোধীদের। পাল্টা রাজ্যের শাসকদলের বক্তব্য, রাজ্যের আইন-শৃঙ্খলা যাতে যাতে নিয়ন্ত্রণে থাকে সেজন্য সক্রিয় রয়েছে রাজ্যের পুলিশ। ক্রমাগত, বোমা-আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনাগুলিই সেটা প্রমাণ করে।
আরও পড়ুন- তীব্র দহনে পুড়ছে বাংলা, কোচবিহারের স্কুলে প্রবল জলকষ্ট
মূলত পঞ্চায়েত ভোটের আগে হয় আগ্নেয়াস্ত্র নয়তো প্রায় সপ্তাহেই বোমা উদ্ধার হচ্ছে। রাজ্যের একাধিক জেলার তালিকার মধ্য়ে বোমার উদ্ধারের তালিকায় প্রথম সারিতে মালদা, মুর্শিদাবাদ, বীরভূম। কিছুদিন আগেই ফের বোমা উদ্ধার হয়েছিল বীরভূমে। কিছুদিন আগেই তারাপীঠ থানার খামেডডা গ্রামে থেকে প্রচুর বোমা উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে, খামেডডা কোয়েল পুকুরের ধার থেকে এই বোমাগুলি উদ্ধার করা হয়। প্লাস্টিকের চারটি বালতিতে এই বোমা গুলি রাখা ছিল বলে জানা গিয়েছে। বোমা উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই অসংখ্যবার নাম উঠেছে বীরভূমের।বোমা উদ্ধারের ঘটনায় হনহনিয়ে বোম স্কোয়াডের ভারী বুটের দৃশ্য সামনে এসেছে সংবাদমাধ্য়মে। সরব হতে দেখা গিয়েছে বিরোধী দলনেতাদেরও। এমন কি অতীতে রাজনৈতিক নেতার বাড়িতেও বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে।