কলকাতা: ওভারহেড বিদ্যুতের তার ছিঁড়ে বিপত্তি, ফরাক্কা ব্যারাজের উপর দাঁড়িয়ে ট্রেন। নিউ ফরাক্কা স্টেশন প্রবেশের মুখে ফরাক্কা ব্যারেজের উপর হঠাৎ ছিঁড়ে গেল ইলেক্ট্রিক তার। ব্যারেজের উপরেই আটকে পড়ল যাত্রীবাহী মালদা আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন।
আরও পড়ুন, সোনারপুরে চৌহাটিতে অস্ত্র-সহ গ্রেফতার দুষ্কৃতী, 'ধৃত TMC-র সঙ্গে যুক্ত' ! দাবি বাম-বিজেপির
রবিবার সকালে সকাল আটটা থেকে আটকে রয়েছে ট্রেন। ফলে ব্যাপক সমস্যায় যাত্রীরা। ব্যারেজের রেল লাইনের উপর ট্রেনটি আটকে পড়ায় বাকি ট্রেনগুলোও আটকে পড়ার আশঙ্কা রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে রয়েছেন রেল দফতরের কর্মকর্তারা। রয়েছে RPF আধিকারিকরাও। মালদার দিক থেকে নিউ ফরাক্কা হয়ে আজিমগঞ্জ যাওয়ার কথা রয়েছে ট্রেনটির। যদিও ইলেক্ট্রিক তার ছিঁড়ে যাওয়ায় মাঝ রাস্তাতেই অর্থাৎ ফারাক্কা ব্যারেজের উপরেই আটকে পড়েছে যাত্রীবাহী ট্রেনটি। ফলে ওই লাইনে ট্রেন চলাচলে বন্ধ রয়েছে। যার জেরে চরম ভোগান্তির মুখে যাত্রীরা।
প্রসঙ্গত, রাজ্যের মেট্রো পরিষেবায় নতুন পালক এবার। মেট্রো পথে গঙ্গার নীচ দিয়ে সহজেই এবার হাওড়া-শিয়ালদা। হাওড়া থেকে পৌঁছে যাওয়া যাবে কলকাতা বিমানবন্দর কিম্বা সেক্টর ফাইভেও। নতুন অংশ যোগ হল অরেঞ্জ ও ইয়োলো লাইনেও। শহরে এসে মেট্রোর ৩টি নতুন অংশের যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী। খুশি যাত্রী থেকে মেট্রো রেলের কর্মীরা। কলকাতার যোগ হল মুকুটে নতুন পালক।
গণপরিবহণে খুলে গেল নতুন দিগন্ত। ইস্ট-ওয়েস্ট মেট্রোর গ্রিন লাইনের 'মিসিং লিঙ্ক' পেল গ্রিন সিগন্যাল।প্রধানমন্ত্রী উদ্বোধন করার পর মেট্রোপথে জুড়ে গেল হাওড়া-এসপ্ল্যানেড-শিয়ালদা। শিয়ালদা থেকে ধর্মতলা আড়াই কিমি পথ এবার মাত্র ৩ মিনিটে।ইয়োলো লাইনে বিমানবন্দরের হাত ধরল নোয়াপাড়া।ফলে, নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড হয়ে, সোজা পৌঁছে যাওয়া যাবে দমদম বিমানবন্দরে।
এবার মেট্রো নেটওয়ার্কে একদিকে যেমন হাওড়ার সঙ্গে যুক্ত হল কলকাতা বিমানবন্দর, তেমনি হাওড়া ময়দান থেকে গঙ্গার নীচ দিয়ে পৌঁছে যাওয়া যাবে সেক্টর ফাইভে। মেট্রো সূত্রে খবর, এদিন থেকেই যাত্রী পরিবহণ শুরু হয় ইস্ট-ওয়েস্ট মেট্রোয়। অন্য ২ লাইনে ট্রেন চলাচল শুরু হবে সোমবার থেকে।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)