অভিজিৎ চৌধুরী, ঐশী মুখোপাধ্য়ায়, সমীরণ পাল, কলকাতা : ভিনরাজ্যে বাংলভাষীদের উপর হেনস্থার অভিযোগে ভাষা আন্দোলনের ডাক দিয়েছে তৃণমূল। জেলায় জেলায় পথে নেমেছেন শাসকদলের নেতা-মন্ত্রীরা। মালদায় সেই প্রতিবাদ কর্মসূচিতে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে হুমকি শোনা গেল তৃণমূলের জেলা সভাপতির গলায়। তৃণমূল নেতার মন্তব্য ঘিরে বিতর্কের ঝড় রাজনৈতিকমহলে।
আরও পড়ুন, কোচবিহারে এক ব্য়ক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ, মৃতকে 'নিজেদের কর্মী' বলে দাবি তৃণমূল নেতার !
মালদার তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সী বলেন, বিজেপির যে সমস্ত বিধায়করা আছে বুকে লাথি মারতে মারতে,লাঠি দিয়ে পিটাতে পিটাতে তাঁদেরকেও এখানকার জেলে আমরা লাথি মেরে ঢুকিয়ে দেব মা। মঞ্চ ছিল তৃণমূলের ভাষা আন্দোলনের!মালদার রথবাড়ি মোড়ে তৃণমূলের সেই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বেলাগাম হুমকি-হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন মালদার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী।আব্দুর রহিম বক্সী বলেন, কুকুর যখন পাগল হয়, মানুষকে যখন উপর আক্রমণ করে, শিশুকে যখন হত্য়া করার চেষ্টা পাগলা কুকুর। তখন গ্রামের মানুষ আর জাত-জাতি কার ছেলে বোঝে না। কাকে কুকুর কামড়েছে বোঝে না। হাতে ডান্ডা নিয়ে পাগলা কুকুরকে ধরে পিটিয়ে পিটিয়ে গ্রামের মধ্য়ে মেরে ফেলে।
এখানেই থেমে থাকা নয়, বিজেপিকে আক্রমণ করতে গিয়ে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও।আব্দুর রহিম বক্সী বলেন, মোদি সাহেব ভারতবর্ষের রাজনীতিতে আপনার নাক টিপলে দুধ বেরোবে। আপনি খুঁজে বেড়াচ্ছেন অনুপ্রবেশকারী কারা আছে? তৃণমূল নেতার এই হুমকি-হুঁশিয়ারির ভাষা নিয়ে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। তৃণমূল নেতার মন্তব্যে বিতর্কের ঝড় উঠলেও তিনি নিজের অবস্থানে অনড়। আব্দুর রহিম বক্সী বলেন,আপনার ছেলের মুখের আহার যদি কেউ কেড়ে নেয়, আপনার বুকটা যেমন করে। কাঁদবে আপনি তখন লাঠি হাতে নিশ্চয় ছুটবেন। ভিন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের ওপর হেনস্থার অভিযোগ ঘিরে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। ভোট ময়দান তপ্ত হচ্ছে বাংলা-বাঙালি ইস্য়ুতে।এই আবহেই কি হুমকি-হুঁশিয়ারির অনুপ্রবেশ হচ্ছে শাসকদলের ভাষা আন্দোলনে? প্রশ্ন উঠছে।
প্রসঙ্গত, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সেদিন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন , মরার জন্য তৈরি। কিন্তু বাংলা ভাষার ওপর অসম্মান বা অপমান মানব না। আগামী ২৭শে জুলাই নানুর দিবসের দিন থেকে, প্রতি শনি-রবিবার, বাংলা ভাষার ওপরে যে অপমান, বাংলা ভাষার ওপরে যে সন্ত্রাস, তার বিরুদ্ধে, সব ভাষাভাষী লোকেদের নিয়ে মিছিল মিটিং সব করুন। সোমবার বোলপুরে পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারই বীরভূমে পৌঁছন তিনি।