করুণাময় সিংহ, মালদা: পুরভোটের আগে বিজেপিতে ফের ভাঙন। এবার মালদার ইংরেজবাজারে তৃণমূলে যোগ দিলেন দক্ষিণ নগর মণ্ডলের সহ আহ্বায়ক, আইটি সেলের আহ্বায়ক-সহ শতাধিক বিজেপি কর্মী। আর এনিয়েই তরজায় জড়িয়েছে শাসক ও বিরোধী শিবির


রবিবার পুরভোট। তার কয়েকদিন আগেই মালদার রেজবাজারে ফাটল ধরল পদ্ম শিবিরে। দলবদল করলেন বিজেপির দক্ষিণ নগর মণ্ডলের সহ আহ্বায়ক শুভাঞ্জন গোস্বামী। আইটি সেলের আহ্বায়ক। তৃণমূলে নাম লেখালেন গেরুয়া ব্রিগেডের শতাধিক কর্মীও।


শাসক দলে নাম লিখিয়েই, বিজেপির জেলা নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগেছেন দলত্যাগীরা। প্রতিপক্ষ শিবিরে ভাঙন ধরিয়ে তৃণমূলের দাবি, ভোটের আগে ইংরেজবাজারে আরও শক্তিশালী হল তারা।


যদিও এই দলবদলকে গুরুত্ব দিচ্ছে না জেলা বিজেপি নেতৃত্ব।একুশের বিধানসভা ভোটের নিরিখে ২৯ আসনের ইংরেজবাজার পুরসভায় ২৩টিতেই এগিয়ে রয়েছে বিজেপি। তৃণমূল এগিয়ে বাকি ৬টি ওয়ার্ডে। এই দলবদল ভোটে কোনও প্রভাব ফেলে কিনা, সেটাই দেখার। 


বিজেপিতে ভাঙন অব্যাহত। এবার পশ্চিম মেদিনীপুরের (West Midnapur) খড়্গপুরে (Kharagpur)। বিজেপির (BJP) শক্তি কেন্দ্র প্রমুখ রাকেশ কুমার নাহার সহ প্রায় ১০০ জন বিজেপি কর্মী সমর্থক সোমবার যোগদান (Joining) করলেন তৃণমূলে। 


পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডি. বাসন্তীর নির্বাচনী সভায় তৃণমুল প্রার্থীর উপস্থিতিতে পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরার হাত ধরে বিজেপির শক্তি কেন্দ্র প্রমুখ সহ প্রায় ১০০ জন বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগ দিলেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা, রাজ্য তৃণমূল সদস্য প্রদ্যুৎ ঘোষ সহ খড়গপুর শহর তৃণমূল নেতৃত্ব।


এরইমধ্যে সংসারের হাজারো খুঁটিনাটি সামলে ভোটের ময়দানে নেমেছেন খড়গপুরের ২ বিজেপি প্রার্থী। কেউ চায়ের দোকান সামলে প্রচার সারছেন। কেউ খবরের কাগজ বিক্রেতা স্বামীর সাইকেলে চড়েই করছেন প্রচার। জয় নিয়ে আশাবাদী দুজনেই।