করুণাময় সিংহ, মালদা : মালদার গাজোলে (Gajole) মৃত বিজেপি (BJP) কর্মী ধনঞ্জয় সরকারের বাড়িতে জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারপার্সন অরুণ হালদার। মৃতের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। এরপর গাজোলে বিডিও অফিসে (BDO Office) গিয়ে জেলা পুলিশ ও বিডিও-র সঙ্গে বৈঠক করেন জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারপার্সন। জেলাশাসক ও পুলিশ কমিশনার না আসায় ক্ষোভপ্রকাশ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
রাজনৈতিক চাপানউতোর
এদিকে, গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেববর্মণের সঙ্গে মৃতের বাড়ি যাওয়ায় জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারপার্সনের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তুলেছে তৃণমূল। এর মধ্যে রাজনীতি নেই, পাল্টা দাবি গেরুয়া শিবিরের। তৃণমূল প্রধানের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে আদালতে মামলা চলাকালীনই অভিযোগকারী বিজেপি কর্মী ধনঞ্জয় সরকারের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। প্রধানের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার।
তুলেছিলেন দুর্নীতির অভিযোগ
তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ১০০ দিনের প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন বিজেপি কর্মী ধনঞ্জয় সরকার। সেই অভিযোগ গড়ায় আদালত পর্যন্ত। যা নিয়ে মামলা এখনও চলছে!
এই অবস্থায়, অভিযোগকারী বিজেপি কর্মী ধনঞ্জয়ের রহস্যমৃত্যু ঘিরে শোরগোল পড়ে গিয়েছে গাজোলে। এবার বিচার চেয়ে, গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতিরাজ মন্ত্রকে চিঠি লিখেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।
খুনের অভিযোগ
নিহত বিজেপি কর্মীর পরিবারের দাবি, মাস ছয়েক আগে, তৃণমূল নেতা ও বৈরগাছি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান, সুবোধ সরকারের বিরুদ্ধে ১০০ দিনের প্রকল্পে দুর্নীতির অভিযোগ তোলেন বিজেপি কর্মী ধনঞ্জয়। এর কয়েক মাস বাদে একটি আমবাগান থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে পরিবার। হাইকোর্টের দ্বারস্থ হওয়ারও সিদ্ধান্ত নিয়েছে তারা। মৃত বিজেপি কর্মীর ছেলে পরিতোষ সরকার বলেছেন, শনিবার লিখিত অভিযোগ করি, কিন্তু এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হল না। আমরা আতঙ্কে আছি। এদিকে, মৃত বিজেপি কর্মীর ভাই বলেছেন, সর্বস্তরের বিজেপি কর্মীরা আমাদের পাশে আছে। পুলিশ প্রশাসন ব্যবস্থা না নিলে আমরা হাইকোর্টের দ্বারস্থ হব।
মৃত্যুর পর ৭ দিন পার হয়ে গিয়েছে। পরিবারের প্রশ্ন এখন একটাই, দোষীদের গ্রেফতারির জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে?
আরও পড়ুন- বগটুইয়ে ভাদু শেখ খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল সিবিআই