করুণাময় সিংহ ও অভিজিৎ চৌধুরী, মালদা: সরকারের কাজ।  সরকারের বরাদ্দ টাকা। তা দিয়েই নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ হচ্ছে। আর এই অভিযোগ তুললেন খোদ তৃণমূল বিধায়ক। মালদার চাঁচলে রবীন্দ্রভবন সংস্কারের কাজ খতিয়ে দেখতে গিয়ে এই অভিযোগ করেছেন তৃণমূল বিধায়ক। এখানেই থামলেন না, কাজের মানের প্রসঙ্গ তুলে ফোন করে ধমক দিলেন ঠিকাদারকেও। 

মালদার (Malda) চাঁচলের (Chanchal) রবীন্দ্রভবনের সঙ্গে জড়িয়ে আছে এই জেলার সাংস্কৃতিক ঐতিহ্য। এই ভবন দীর্ঘদিন বেহাল হয়ে পড়েছিল। সম্প্রতি রবীন্দ্র ভবন সংস্কারের জন্য ২৮ লক্ষ টাকা বরাদ্দ করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর (North Bengal Development Department)। সেই সংস্কারের কাজ দেখতে গিয়েছিলে চাঁচলের তৃণমূল বিধায়ক (tmc mla) নীহাররঞ্জন ঘোষ। সেখানে গিয়ে চোখ কপালে উঠল বিধায়কের। অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে কোনওরকমে জোড়াতালি দিয়ে চলছে ভবন সংস্কার। দায়িত্বে থাকা ঠিকাদারকে ফোন করে ধমক দেন তৃণমূল বিধায়ক (TMC Mla)। তাঁকে বলতে শোনা যায়, 'কাজ শুরু হয়েছে, কাজের যা কোয়ালিটি তাতে গ্রামের, এলাকার মানুষ করতে দেবে না। তালা চাবি মেরে দেবে। এটা কাজ চলছে! কোনও কাজ করতে দেবে না। তুমি এসে দেখো, লজ্জা পাবে। তুমি একটু দেখো, এই কাজ করার জন্য কি এটা স্যাংশন হয়েছে? যেখানে সেখানে সিমেন্ট দিয়ে দিচ্ছে, কোনও চিপিং নেই, কোনও কিচ্ছু নেই, এখনই ঝরে পড়ছে। এটা কাজ হচ্ছে  ভাই! তোদেরকে ধরে বাঁধতে হবে। ভেতরে ঢুকিয়ে তালা মারতে হবে তোদেরকে। তবেই শিক্ষা পাবি তোরা।' এমন ভাষাতেই ফোনের ওপারে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারকে ধমক দিয়েছেন বিধায়ক।

জেলা শাসকের নির্দেশ:বিধায়কের অভিযোগ পেয়ে মহকুমা শাসককে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা শাসক নিতিন সিঙ্ঘানিয়া।

বিরোধীদের কটাক্ষ:এই ঘটনায় কাটামানি তত্ত্বকেই ফের সামনে এনেছেন বিরোধীরা। কাটমানি সংক্রান্ত বিষয়ে মতের অমিলে এমন ঘটনা বলে তাঁদের দাবি। চাঁচল (১) ব্লক বিজেপির সহ-আহ্বায়ক প্রসেনজিৎ শর্মা বলেন, 'কাটমানির ভাগ থেকে বঞ্চিত থাকছেন বিধায়ক। তাই নাটকীয় অভিযোগ।' চাঁচল (১) ব্লক কংগ্রেস-এর সাধারণ সম্পাদক কাজি আতাউর রহমান বলেন, 'বিধায়ক কাটমানির ভাগ পাননি, তাই প্রতিবাদ জানাচ্ছে। এতদিন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত গুলিতে নিম্নমানের কাজ হয়েছে। বিধায়ককে দেখা যায়নি।'

আরও পড়ুন: শরীরচর্চার সময় আচমকাই 'অ্যাজমা অ্যাটাক'! এই সমস্যা এড়াতে কী কী নিয়ম মেনে চলবেন?