অভিজিৎ চৌধুরী, মোথাবাড়ি(মালদা) : ব্রাউন সুগার সহ এক পাচারকারীকে গ্রেফতার করল মোথাবাড়ি থানার পুলিশ। খবর পেয়ে তাকে পাকড়াও করে পুলিশ। 


সোমবার রাতে খবর পেয়ে মোথাবাড়ি থানার পুলিশ অচিনতলা এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে পুলিশ এক ব্যক্তিকে আটক করে। এরপর তাকে তল্লাশি করে উদ্ধার হয় ৪৮০ গ্রাম ব্রাউন সুগার। যার বর্তমান বাজারমূল্য প্রায় সাত লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম শাহজাহান আলি। বাড়ি বাগানবাড়ি হেলু সরদার পাড়ায়। 


এর আগে মার্চ মাসে জেলায় ব্রাউন সুগার সহ এক নার্সকে গ্রেফতার করেছিল পুলিশ। নার্সিংহোমের নার্সকে গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ। ধৃত নার্সের কাছ থেকে পুলিশ ৬০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে। যার বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা। 


ইংরেজবাজার থানার আইসি মদনমোহন রায় জানিয়েছিলেন, খবর পেয়ে মালদা শহরের হ্যান্টাকালি মোড় অঞ্চলে বেসরকারি বাস থেকে ওই নার্সকে আটক করা হয়। তাঁর ব্যাগে তল্লাশি চালিয়ে ব্রাউন সুগারের তিনটি প্যাকেট উদ্ধার করে পুলিশ। সবমিলিয়ে ৬০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। ধৃত পাচারকারী যুবতী কালিয়াচক থানার আলিপুর এলাকার বাসিন্দা। তাকে প্রাথমিক ভাবে মালদা জেলা আদালতে পেশ করেছিল পুলিশ। ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত।


পুলিশ সূত্রে আরও জানা যায়, আগে থেকেই মাদক পাচারের খবর ছিল তদন্তকারীদের কাছে। ওই মহিলাই মাদক পাচার করছেন বলে খবর পাওয়া যায়। তাঁর বিবরণ অনুযায়ী বাস থাকে তাঁকে গ্রেফতার করা হয়। ব্রাউন সুগারের প্যাকেটগুলি মালদা শহরের রথবাড়ি অঞ্চলে পাচার করার কথা ছিল বলে জানা যায়। 


এদিকে জেলায় ফের ব্রাউন সুগার উদ্ধার হওয়ায় স্বাভাবিক ভাবেই আরও সক্রিয়তা বাড়িয়েছে পুলিশ। অভিযুক্ত শাহজাহান আলিকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত কি না তা জানতে চাইবে পুলিশ। এর পাশাপাশি এধরনের ঘটনা রুখতে তৎপর পুলিশ।