করুণাময় সিংহ, মালদা: বিজেপিশাসিত হরিয়ানার পর এবার বিজেপিশাসিত রাজস্থান। ফের পেটের দায়ে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে খুন হলেন বাংলার শ্রমিক। মালদার বাসিন্দাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল রাজস্থানে। এই ঘটনায় সুর চড়িয়েছে তৃণমূল। আমল দিতে চাইছে না বিজেপি। 


ফের ভিনরাজ্যে খুন হলেন বাংলার পরিযায়ী শ্রমিক। মালদার বাসিন্দাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল বিজেপিশাসিত রাজস্থানে। নিহত পরিযায়ী শ্রমিকের স্ত্রী রুকসানা খাতুন বলেন, 'বলছে আমি শেষ। খুব পেটে ব্যথা। পেট ফেটে যাবে আমার। আজকেই পেট ফেটে যাবে।' কেন এমন ঘটনা? পরিবার সূত্রে খবর, রাজস্থানের জয়পুরে সোনার দোকানে কাজ করতেন মালদার হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা মতি আলি। মঙ্গলবার সন্ধেয় খাওয়ার সময় সহকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। অভিযোগ, সহকর্মীরা বেধড়ক মারধর করেন মতিকে। তাঁর পেটে গুরুতর চোট লাগে। অস্ত্রোপচারের পরও শেষরক্ষা হয়নি। শুক্রবার সকালে জয়পুরের হাসপাতালেই মৃত্যু হয় মতি আলির। নিহত পরিযায়ী শ্রমিকের দাদা সাব্বির আলি বলেন, 'দুটো বাচ্চা ছেলে আছে। একটা ৬ বছরের আছে, একটা ৪ বছরের আছে। বাড়ির মেন লোক হল মানে এই। খাটবার লোক...', নিহত মতি পরিবারের একমাত্র রোজগেরে লোক ছিল, এই পরিবারের কোনও জমি-জায়গাও নেই বলে দাবি তাঁর।


হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক এবং ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন বলেন, 'এই যে আমাদের বাঙালিকে খুব ওরা ছোট নজরে দেখছে, বাঙালিরা কেন বড় হবে, এই বাঙালি বলে ওদের ঘৃণা।ওদের ঘৃণা হচ্ছে বাঙালিকে দেখে। এইজন্য আজ আমাদের যে সমস্ত পরিযায়ী শ্রমিক বাইরে যাচ্ছে, অনেকেই মারা যাচ্ছে।'


সম্প্রতি, বিজেপি শাসিত হরিয়ানায় গোমাংস খাওয়ার অপবাদে বাংলার পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। বাসন্তীর বাসিন্দা সাবির মল্লিকের রক্তাক্ত দেহ উদ্ধার হয় একটি খালের পাশ থেকে। একের পর এক বিজেপিশাসিত রাজ্যে এ রাজ্যের পরিযায়ী শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে এদিন পথে নামে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। ধর্মতলা থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত মিছিলে হাঁটেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সোমনাথ শ্যামরা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: 'আনুগত্য কিনতে চায় বলেই প্রত্যাখ্যান...' দুর্গাপুজো অনুদান ফেরালো শহরের আরও ২ ক্লাব