অভিজিৎ চৌধুরী, মালদা: নবমীতেই বিষাদের ছায়া মালদার (Malda) হবিবপুরে। ঠাকুর দেখে ফেরার পথে, পুরাতন মালদার মুচিয়া মহাদেব পাড়ায় মিনিবাসের সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত্যু হল দুই ভাইয়ের। ২৭ বছরের অভিষেক ও ২২ বছরের সুজন হালদার হবিবপুরের বাসিন্দা। গতকাল কেনা নতুন বাইকে চড়ে রাতে মালদা শহরে ঠাকুর দেখতে এসেছিলেন দুই ভাই। এদিন ভোর ৫টা নাগাদ বাড়ি ফেরার পথে, মিনি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ছোট ভাইয়ের মৃত্যু হয়। পরে হাসপাতালে মারা যান বড় ভাই। মিনি বাসের চালক পলাতক।
দুর্ঘটনায় মৃত্যু হল দুই ভাইয়ের: রাজ্যজুড়ে উৎসবের আলো। তারই মধ্যে দুর্ঘটনার খবর। আনন্দের মাঝে প্রাণহানি। দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই। নতুন বাইকে চড়ে রাতে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। ফেরার পথেই বিপত্তি। পুরাতন মালদার মুচিয়া মহাদেব পাড়ায় মিনিবাসের সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছোট ভাইয়ের। হাসপাতালে নিয়ে যাওয়া হয় বড় ভাইকে। পরে সেখানে মৃত্যু হয় তাঁর।
অন্যদিকে নবমীর দিন মর্মান্তিক বেপরোয়া বাইকে গতির বলি ২২ বছরের তরুণী। ভোর ৪টে নাগাদ হাওড়ার জগাছায় কোনা এক্সপ্রেসওয়ের ওপর দুর্ঘটনা ঘটে। বন্ধুর বাইকে চেপে ঠাকুর দেখে ফিরছিলেন বেসরকারি সংস্থার কর্মী তনুপর্ণা দাস। তরুণীর বাড়ি শিবপুরের মন্দিরতলায়। মাথায় হেলমেট ছিল না তরুণীর। নিয়ন্ত্রণ হারিয়ে গার্ড রেলে ধাক্কা মারায়, বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান তরুণী। পিছন থেকে লরি এসে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণীর। লরি উধাও, বাইকটিকে বাজেয়াপ্ত করেছে জগাছা থানার পুলিশ।
এর আগে গতকাল দুই বাইকের রেষারেষিতে অষ্টমীর ভোরে প্রাণ হারান এক তরুণী। প্রেমিকের বাইক থেকে ছিটকে পড়ে মৃত্যু হল দ্বাদশ শ্রেণির ছাত্রী রোশনি খানের। ভোর ৫টা নাগাদ গড়িয়ার কামালগাজি উড়ালপুলের ওপর দুর্ঘটনা ঘটে। ঠাকুর দেখে এক বান্ধবীকে নিয়ে প্রেমিকের বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন দ্বাদশ শ্রেণির পড়ুয়া রোশনি। পাশ থেকে আরেকটি বাইক ধাক্কা মারায় প্রেমিকের বাইক থেকে উড়ালপুলের ডিভাইডারের ওপর আছড়ে পড়েন রোশনি। মাথায় গুরুতর আঘাত লাগে। বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে বালিয়ার সাহাপাড়ার বাসিন্দা তরুণীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। প্রেমিক আকাশ মণ্ডল দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের কলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। পায়ে গুরুতর আঘাত লেগেছে ওই তরুণেরও।
আরও পড়ুন: Durga Puja 2023: দেবীকে মিঠাই ভোগ নিবেদন, নবমীতে হোম, আরতি, বিশেষ পুজো শোভাবাজার রাজবাড়িতে