করুণাময় সিংহ, মালদা: ভয়াবহ চুরির ঘটনা ঘটল কলকাতা (Kolkata) মালদাগামী (Malda) গৌড় এক্সপ্রেসে (Gour Express)। যাত্রাপথে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হলেন এক যাত্রী। সর্বস্ব হারিয়ে রেল পুলিশে যাত্রী নিরাপত্তা নিয়ে অভিযোগও জানিয়েছেন তিনি।
জানা গেছে সৌমেন্দ্র নারায়ণ ঘোষ কলকাতা থেকে মালদা আসছিলেন গৌড় এক্সপ্রেসে। তিনি জানান এসি টু টায়ারে এ থ্রি কোচে তিনি উঠেন এরপর শিয়ালদা থেকে আসার সময় রাত সাড়ে ১১ টা নাগাদ তিনি ঘুমিয়ে পড়েন এবং ৩টে ৫৮ নাগাদ তার ঘুম ভাঙলে দেখেন পাকুড় ঢোকার মুখে কেউ বা কারা তার ব্যাগে থাকা চারটি মোবাইল ও নগদ ৬৮ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। এরপর তিনি পুলিশে জানান এবং মালদা টাউন স্টেশনে এসে জিআরপিতে অভিযোগ জানান।
ইতিমধ্যেই তিনি রেল পুলিশের বিরুদ্ধে যাত্রীদের নিরাপত্তা নিয়ে অভিযোগ তুলেছেন । যদিও তার বক্তব্য তার সবকিছু যাতে উদ্ধার করে দেওয়া হয়। যদিও অভিযোগ পাওয়ার পর গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন মালদা টাউন স্টেশনের জিআরপি।
এর আগেও গৌড় এক্সপ্রেসে লুটপাট হয়েছিল। বছর পাঁচেক আগে বাতানুকূল টু টিয়ার এ-২ ও এ-৩ কামরায় এক দল দুষ্কৃতী চড়াও হয়। তারা যাত্রীদের ব্যাগপত্র লুটপাট শুরু করে। মারধর করে ব্যাগ, মোবাইল ফোন, ল্যাপটপ ছিনিয়ে নেয়। পরের স্টেশন গুসকরার আগে চেন টেনে দুষ্কৃতীরা ট্রেন থেকে নেমে যায়।
আরও পড়ুন, নদিয়ার কালীগঞ্জের দেবগ্রামে বিস্ফোরণ, টুকরো হয়ে উড়ে গেল দোকানোর শাটার
গৌড় এক্সপ্রেসে চুরি নতুন নয়। গৌড় এক্সপ্রেসে একবার দুই বিধায়কের জিনিসও চুরি হয়েছিল বেশ কিছু বছর আগে। চাঁচলের কংগ্রেস বিধায়ক এবং রতুয়ার কংগ্রেস বিধায়কের ট্যাব, মোবাইল ও টাকা চুরি হয়েছিল। প্রথম শ্রেণি ও দ্বিতীয় শ্রেণির বাতানুকূল কামরায় এই ঘটনাটি ঘটেছিল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে