করুণাময় সিংহ ও অভিজিৎ চৌধুরী, মালদা: ফের শ্যুট আউটের ঘটনা ঘটল মালদায় (Malda Shootout)। জমি দখল (land dispute) নিয়ে পুরনো বিবাদকে কেন্দ্র করে একজন মুদিখানার দোকানদারকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্থানীয় কয়েকজন দুষ্কৃতীদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে পুরাতন মালদা পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের রসিলাদহ কলোনি এলাকায়। খবর পাওয়ার পর ঘটনাটির তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ। গুলিবিদ্ধ ওই মুদিখানা দোকানদারের নাম সুমন সাহা। তাঁর বয়স(৪২)বছর। 


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত চার মাস আগে ওই এলাকার তিন বিঘা জমির দখল নিয়ে মালদা থানার অন্তর্গত ছাতিয়ান মোড় মণ্ডল পাড়া এলাকার দুই যুবক আকাশ মণ্ডল ও বিশাল মণ্ডলের সঙ্গে গন্ডগোল হয় সেই এলাকার বাসিন্দাদের। তখন ওই জায়গা দখলের প্রতিবাদ করেছিলেন স্থানীয় মুদিখানার দোকানদার সুমন সাহা। সেই রাগেই শুক্রবার গভীর রাতে মুখ ঢাকা অবস্থায় আকাশ মণ্ডল ও বিশাল মণ্ডল সহ মোট চারজন সুমন সাহার বাড়ির পিছনের দরজার গ্রিল কেটে বাড়িতে ঢুকে গুলি চালায়। সেই গুলি ওই মুদিখানা দোকানদার সুমন সাহার বাঁ পায়ে লাগে। 


আরও পড়ুন: Mahestala Gas Cylinder Blast: সাতসকালে মহেশতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, জখম ৪


আচমকা গুলির আওয়াজ শুনে পাড়ার প্রতিবেশীরা ছুটে আসে। এরপর রাতেই ওই মুদিখানার দোকানদারকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে রাতেই পৌঁছায় মালদা থানার পুলিশ। তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত কোনও দুষ্কৃতী গ্রেফতার হয়নি বলে অভিযোগ পরিবারের। জায়গা দখল নিয়ে গণ্ডগোল না এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ। এদিকে এই ঘটনার পর অনেকক্ষণ কেটে গেলেও কাউকে গ্রেফতার করা যায়নি। বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। কীভাবে ওই দুষ্কৃতীরা এত সাহস পেল তা নিয়ে প্রশ্ন তুলছেন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Sukanta Majumdar : 'মুখ্যমন্ত্রী বলে দিন, বিজেপি কর্মীরা ওঁর বাড়ির সামনে আত্মহত্যা করবে'