মহেশতলা:  সাতসকালে মহেশতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে জখম হলেন ৪ জন। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের তীব্রতায় একটি চারতলা বাড়ির একাংশ উড়ে গিয়েছে ভেঙে গিয়েছে আশেপাশের বাড়ির জানলার কাঁচ। খবর পেয়ে দমকলের ৩টি ইঞ্জিন গিয়ে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।


স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সাতসকালে মহেশতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে জখম হন ৪ জন। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের তীব্রতায় চারতলা বাড়ির একাংশ উড়ে গেছে। ভেঙে গিয়েছে আশেপাশের বাড়ির জানলার কাঁচ। খবর পেয়ে দমকলের ৩টি ইঞ্জিন একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। ধূপ জ্বালানোর সময় আগুনের ফুলকি ছিটকে সিলিন্ডারে বিস্ফোরণ হয় বলে দাবি।


আরও পড়ুন: West Bengal By Election 2024 : তৃণমূলের পরই উপনির্বাচনের জন্য ৪ প্রার্থীর নাম ঘোষণা বাম কংগ্রেস জোটের, তালিকায় কারা?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


প্রত্যক্ষদর্শীদের কথায় জানা গেছে, সকালে পুজো দেওয়ার জন্য ধূপ ধরানো হয়েছিল ঘরে। আচমকা সেই ধূপের থেকে আগুনের ফুলকি ছিটকে গিয়ে জ্বলন্ত গ্যাসের ওভেনে পরে। এর জেরে আচমকা আগুন ধরে গিয়ে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলার। পুরো বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি তিনি এই ধরনের ঘটনা কেন ঘটল তা তদন্ত করে দেখা নির্দেশ দিয়েছেন প্রশাসনকে। জখমদের হাসপাতালে ভর্তি করার পাশাপাশি ওই বহুতলে অগ্নি নির্বাপক ব্যবস্থা ঠিকঠাক ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। 


এই ঘটনা জখম এক মহিলা জানান, রান্নাঘরে গ্যাস জ্বালিয়ে রান্নার কাজ করা হচ্ছিল। অন্যদিকে পুজোর জন্য ঘরে ধূপ জ্বালানো হয়েছিল। সেখান থেকে আগুনের ফুলকি ছিটকে গিয়ে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে। যার জেরে প্রচণ্ড আতঙ্কিত ওই বহুতল সহ আশেপাশে বসবাসকারী মানুষরা। আগুন নিয়ন্ত্রণে আসার পরেও সেই আতঙ্ক এখনও কাটেনি বলে জানিয়েছেন ওই এলাকার বাসিন্দারা। যাতে কোনওভাবে এই ধরনের ঘটনা না ঘটে সেই দিকে সতর্ক নজর রাখা হচ্ছে।


আরও পড়ুন: Amdanga News: আমডাঙায় তৃণমূলের শ্রমিক নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, তদন্তে পুলিশ