মালদা: 'রাজ্যের টাকা তুলে নিয়ে যায় কেন্দ্র', ফের মমতার (Mamata Banerjee) নিশানায় মোদি সরকার (Modi Govt)। মূলত, গত বছরের শেষ থেকে নতুন বছরের শুরুতেই একাধিক কেন্দ্রীয় প্রকল্প নিয়ে দুর্নীতি অভিযোগে নাম জড়িয়েছে শাসকদলের।এহেন পরিস্থিতিতে রাজ্য়ে দুর্নীতির অভিযোগ পেয়ে খতিয়ে দেখতে রাজ্যে এই মুহূর্তে রয়েছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।
এমনই আবহে, এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,'আমাদের টাকা নিয়ে রাজনীতি করে, প্রকল্পের টাকা দেয় না অথচ কেন্দ্রীয় টিম পাঠায়।' কেন্দ্রীয় সরকারের ১০০ দিনের কাজ-সহ একাধিক প্রকল্পকে নিশানা করেন মমতা।এরপরেই তিনি রাজ্য সরকারের একাধিক প্রকল্পের কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, ইতিমধ্যেই আবাস দুর্নীতি-সহ, ১০০ দিনের কাজ, এমন কি মিড মিলের প্রকল্পের টাকা নিয়েও অপব্যবহারের অভিযোগ উঠেছে। মূলত, রাজ্যে যাদের প্রকৃত কেন্দ্রীয় আবাস যোজনা প্রকল্পের আওতায় আসার কথা, তাঁদের বদলে একাধিক জায়গায় যাদের পাকা বাড়ি রয়েছে, এমন একাধিক শাসকদলের নেতার নাম জড়িয়েছে। ব্রাত্যই রয়ে গিয়েছেন কাঁচা বাড়ির মালিকরা। এখানেই শেষে মিড মিল নিয়ে ভয়াবহ অভিযোগ তুলেছেন বিজেপি নেতা ধ্রুব সাহা।
অপরদিকে,' বগটুই হত্যাকাণ্ডে নিহতদের পরিবারকে রাজ্য সরকার যে আর্থিক সাহায্য দিয়েছে, সেই টাকা কেন্দ্রের দেওয়া মিড-ডে মিলের ফান্ড (Midday Meal Fund) থেকে দেওয়া হয়েছে।' সম্প্রতি এমনই চাঞ্চল্যকর অভিযোগ করে ফেসবুক পোষ্ট করেছিলেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা (Dhruba Saha) । ফেসবুক পোস্টে দুটি চেকের ছবি দিয়ে তিনি এই অভিযোগ তোলেন। এনিয়ে তদন্তেরও দাবি করেন ধ্রুব সাহা। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাল্টা, বীরভূম জেলা তৃণমূলের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়ের বক্তব্য, বগটুইকাণ্ডে এক বছর হতে চলল, ইস্যু না পেয়ে সেই ঘটনা নিয়ে পঞ্চায়েত ভোটের আগে বাজার গরম করার চেষ্টা করে কোনও লাভ হবে না।
আরও পড়ুন, 'তৃণমূল কর্মীরা হাত তুললে, হাসপাতালে জায়গা হবে', সুকান্তকে হুঁশিয়ারি তালডাংরার বিধায়কের
পাশাপাশি, তারপরে পরেই, 'নিহতদের পরিবারকে মিড-ডে মিলের ফান্ড থেকে আর্থিক সাহায্য দিয়েছেন মুখ্যমন্ত্রী', ট্যুইটে করে দাবি করেন শুভেন্দু অধিকারীও। ছবি তোলার জন্য সাহায্যের নামে স্কুল শিশুদের খাদ্য ও পুষ্টির জন্য কেন্দ্র সরকারের তহবিলের অপব্যবহার করেছন। এটা আর্থিক অপরাধ। ট্যুইটে নিশানা করেন বিরোধী দলনেতা। একাধিক জেলায় একের পর এক দুর্নীতির অভিযোগে রাজ্যে ইতিমধ্যেই কেন্দ্রীয় দল এসে তদন্তে নেমেছে। আবাস, ১০০ দিনের প্রকল্প শেষে এবার মিড মিলের যাবতীয় অভিযোগ খতিয়ে দেখছে এই মুহূর্তে কেন্দ্রীয় দল। তবে যাবতীয় অভিযোগে জল ঢেলে পাল্টা তোপ মোদি সরকারকেই দাগলেন এদিন মমতা।