করুণাময় সিংহ, মালদা: উৎসবের মরশুমে বিষাদের আবহ। মধ্যপ্রদেশে কাজে গিয়ে মৃত্যু হল মালদার তিন পরিযায়ী শ্রমিকের। মালদার ইংলিশ বাজার ব্লকের অমৃতি গ্রাম পঞ্চায়েত এবং ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি মৃত তিন পরিযায়ী শ্রমিকের। বৃহস্পতিবার দুপুরে মধ্যপ্রদেশে বিদ্যুতের টাওয়ার ভেঙে মৃত্যু হয় আজমির মোমিন, সিন্টু মোমিন এবং মোবারক নাদাবের।
ইংলিশ বাজার ব্লকের অমৃতি গ্রাম পঞ্চায়েতের বানিয়া গ্রাম এলাকার বাসিন্দা ছিলেন আজমির মোমিন। গত ১৬ দিন আগে মধ্যপ্রদেশের সিধি জেলায় বিদ্যুতের টাওয়ার তৈরির কাজে পাড়ি দিয়েছিলেন তিনি। সম্প্রীতি বাড়ি তৈরি করার জন্য দু লক্ষ টাকা লোন নিয়েছিলেন তিনি। সেই টাকা পরিশোধ এবং দুই ছেলের পড়াশোনার খরচ ও সংসারের খরচ জোগাড় করতে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিল তিনি। তার স্ত্রী মিনা বিবি নয় মাসের গর্ভবতী। ভেবেছিলেন ভিন রাজ্য থেকে কাজ করে এসেই ছেলের মুখ দেখবেন। কিন্তু আর দেখা হল না। টাওয়ার তৈরি করার সময় মৃত্যু হল তার। এই ঘটনায় আজমিরের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
অন্যদিকে, একই সঙ্গে ১৬ দিন আগে মধ্যপ্রদেশেই পাড়ি দিয়েছিল অমৃতি গ্রাম পঞ্চায়েতের লালাপুর এলাকার বাসিন্দা সিন্টু মোমিন। বিদ্যুতের টাওয়ার ভেঙে মর্মান্তিক মৃত্যু হয় তারও। পরিবারে তার তিন নাবালক ছেলে এবং স্ত্রী। বাড়ির গৃহকর্তার মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা পরিবার।
আরেকদিকে, ইংলিশবাজার ব্লকের ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের নগরিয়া এলাকার বাসিন্দা ছিলেন মোবারক নাদাব। পরিবারের রোজগারের তিনি ছিলেন একমাত্র উপাজনকারী। বিদ্যুতের টাওয়ার ভেঙে একই সঙ্গে তারও মৃত্যু হয়। এদিকে এই খবর পেয়ে মৃতদের বাড়ি পৌঁছায় স্থানীয় জেলা পরিষদের সদস্য জুয়েল রহমান সিদ্দিকী। তিনি মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবারকে সমবেদনা জানান এবং সরকারি সাহায্যের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি তিনি পরিযায়ী শ্রমিকদের মৃত্যু প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করেন। তিনি বলেন ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে আর কেন্দ্রীয় সরকার। যার ফলে ভিন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে শ্রমিকদের।
অন্যদিকে তৃণমূলকে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির দাবি এই রাজ্যে কাজ নেই তাই ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে শ্রমিকরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে