করুণাময় সিংহ,মালদাঃ চারটি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তারের এক (Malda Arms Case)। মানিকচক থানার গোপালপুর এলাকার ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে মানিকচক থানার পুলিশ গোপালপুরের বালুটোলা এলাকায় অভিযান চালায়। তৈমুর শেখ ও মনসুর আলীর বাড়িতে অভিযান চালানো হয়। তৈমুর শেখের বাড়ি থেকে উদ্ধার হয়েছে দুটি মাস্কেট, একটি ওয়ান শাটার পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ।


আরও পড়ুন, কীভাবে হল চাকরি ? নীলাদ্রীশেখরের মেয়েকে আড়াই ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ সিআইডি-র


 মানিকচক থানার গোপালপুর এলাকায়,  গোপন সূত্রে খবর পেয়ে মানিকচক থানার পুলিশ অভিযান চালায়। মনসুর আলীর বাড়িতে অভিযান চালিয়ে একটি নাইন এমএম পিস্তল ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। তৈমুর শেখকে গ্রেফতার করেছে মানিকচক থানার পুলিশ। ফেরার মনসুর আলী। কি কারনে আগ্নেয়াস্ত্রগুলি মজুদ করা হয়েছিল খতিয়ে দেখছে মানিকচক থানার পুলিশ (Manikchak Police Station)। রাজ্যে একের পর এক তল্লাশিতে পর পর বোমা-আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে।প্রসঙ্গত, বাসন্তীর খেরিয়াতে গতকালই বালতি ভর্তি বোমা উদ্ধার হয়েছে। চটের ব্যাগ সরাতে বালতির মধ্যে বেশ কয়েকটি বোমা  দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বাসন্তী থানায় খবর দেওয়া হয়। বোমাগুলি নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে আসেন সিআইডি-র অফিসারেরা।   বাড়ির সামনে একটি বালতিতে  একটি চটের ব্যাগ ঢাকা অবস্থায় দেখতে পায় আফতাবের পরিবারের সদস্যরা। চটের ব্যাগ সরাতে বালতির মধ্যে বেশ কয়েকটি বোমা  দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বাসন্তী থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে ওই বালতি ভর্তি বোমা উদ্ধার করে।বোমাগুলি নিষ্ক্রিয় করতে সিআইডি বোম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। তবে কে বা কারা এই বালতি ভর্তি বোমা রেখে গেল তা তদন্ত করে দেখছে পুলিশ।


সম্প্রতি পানিহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, দুর্গাপুজো আসছে, জগন্নাথের রথেরও পুজো গেল। একটু বোমা-গুলি না থাকলে তো...সরকার দেখছে। অনেকদিন ধরে জমে ছিল, সরকার দেখছে, ধরে ফেলছে। অনেক জায়গায় জমা, খুঁজে বের করা হচ্ছে। ৭২ ঘণ্টা পরে আর বোমা পাওয়া যাবে না।' বাংলার বুকে এখনও যেখানে বোমা লুকিয়ে আছে, সব জায়গা থেকে আগামী ৭২ ঘন্টার মধ্যে খুঁজে বর করা হবে বলে জানান তিনি। এমনকি তিনি বলেন, 'ভাটাপাড়াতেও আর বোমা পড়বে না।' কারণ ভোটের আগে থেকে একাধিকবার বোম পড়ার ঘটনা ঘটেছে ভাটপাড়ায়। ভাড়াবাড়ির নিচতলা থেকেও বোমার স্টক প্রকাশ্যে এসেছে। বাংলার বিতর্কের কেন্দ্রবিন্দু এই ভাটপাড়াতে আর বোমার আওয়াজ শুনতে পাওয়া যাবে না, বলেই এদিন হাসি মুখে কঠিন প্রতিশ্রুতি দিয়েছেন মদন মিত্র। পানিহাটির বিধায়কের প্রতিশ্রুতির পর পর দুই দিনই জেলা থেকে বোমা উদ্ধারের পাশাপাশি উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। যদিও ভাটপাড়ার জগদ্দলে এর পরেও শ্রমিককে খুন এবং বোমাবাজির অভিযোগে সুর কাটল শাসকদলের বলে চাপানউতোর রাজনৈতিক মহলে।