করুণাময় সিংহ, মালদা: সামান্য জমি নিয়ে বিবাদের জেরে প্রতিবেশীর হাতে খুন হতে হল এক ব্যক্তিকে (Malda Murder)। এই ঘটনায় জখম হয়েছেন আরও একজন। শুক্রবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদা জেলার মোথাবাড়ি (Mothabari News) থানার চক প্রতাপপুরের টিটাহিপাড়া এলাকায়। মৃত ব্যক্তির নাম বাদরুদ্দোজা। বয়স  ৫০ বছর। তাঁকে খুন করার অভিযোগ উঠেছে প্রতিবেশী নাজির হোসেন, মুনতান ও ইফতিকার সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। 


আরও পড়ুন: Firhad Sovan Ratna : 'তাহলে তো ওঁর ডিভোর্স পেতে সুবিধে হবে...' বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ শুনে বিস্ফোরক রত্না


পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই দুই প্রতিবেশীর মধ্যে মাত্র ২০ শতক জায়গা নিয়ে বিবাদ লেগেই থাকত। আজ সকালে ফের সেই জায়গা দখল করতে আসছিল অভিযুক্তরা। সেই সময় বাদরুদ্দোজা বাধা দেন। অভিযোগ, সেই সময় তাঁকে বেধড়ক মারধর করা হয় ও ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করা হয়। কাকাকে মারধর করতে দেখে ভাইপো তৌসিফুল হাসান (৩৩) বাধা দিতে যান। তাঁকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। বিষয়টি দেখতে পেয়ে তড়িঘড়ি দুইজনকেই উদ্ধার করে নিয়ে আসা হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।


জরুরি বিভাগেই চিকিৎসকরা বাদরুদ্দোজাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন মৃত ব্যক্তির ভাইপো তৌসিফুল হাসান। বিষয়টিকে কেন্দ্র করে চক প্রতাপপুরের টিটাহিপাড়া এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন মোথাবাড়ি থানার প্রচুর পুলিশকর্মী।


মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ,  অনেকদিন ধরেই তাঁদের জমি দখল করা চেষ্টা চলছিল। বিষয়টি প্রশাসনের বিভিন্ন জায়গায় জানানো হয়েছে। তারপরও সমস্যার সমাধান হয়নি। মাঝে মধ্যে ওই জমি নিয়ে গণ্ডগোল হত। শুক্রবার বিষয়টি চরম পর্যায়ে পৌঁছে যায়। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে। তাঁদের সুবিচার পাইয়ে দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন পুলিশ কর্মীরা। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Ariadaha Jayanta Singh: 'আমাকে কি দেখেছিলেন ?' পুলিশের সামনেই সংবাদ মাধ্যমকে ধাক্কা জয়ন্ত সিংহের..