করুণাময় সিংহ, মালদা : ফের একবার প্রশ্নের মুখে ট্রেনের যাত্রী-নিরাপত্তা। মহিলা যাত্রীর ব্যাগ ছিনতাই করে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে চম্পট দিল ছিনতাইবাজ। ব্যাগে প্রায় ৫ ভরি সোনা এবং পনেরশো টাকা ছিল। আপ হাটেবাজার এক্সপ্রেসের (Hatebajare Express) ঘটনা। মালদা (Malda) জিআরপি সূত্রে জানা গিয়েছে, হবিবপুরের বাসিন্দা চন্দনা চৌধুরী, তাঁর স্বামী কৃষ্ণ চৌধুরী এবং তাঁদের দুই মেয়ে বিহারে (Bihar) বিয়ে বাড়িতে যাচ্ছিলেন। ট্রেন মালদা টাউন স্টেশন ছেড়ে কিছুদূর যাওয়ার পরেই ছিনতাইয়ের ঘটনা ঘটে। 


চন্দনা চৌধুরী জানান দিদির ছেলের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন পরিবারের সকলে। শুক্রবার সকালে আপ হাটেবাজার এক্সপ্রেস সংরক্ষিত কামরায় তাদের সিট ছিল। ট্রেনটি মালদা টাউন স্টেশন (Malda Town Station) থেকে ছাড়ার পর কিছুদূর যেতেই তার ডান হাত থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেন থেকেই নেমে পালিয়ে যায় এক ছিনতাইবাজ। যে ঘটনার সময় কোনও রেল পুলিশকে (Rail Police) দেখা যায়নি বলেও অভিযোগ তাঁদের। 


হাটেবাজার এক্সপ্রেস ট্রেন থেকে একলাখী স্টেশনে তারা নেমে যাওয়ার পর পরের ট্রেন তেভাগা এক্সপ্রেসে তাঁরা মালদা টাউন স্টেশনে আসেন এই বিষয়ে মালদা টাউন জিআরপি এসে তারা অভিযোগ করেন। তবে এই ঘটনায় আবারও রেলের যাত্রী সুরক্ষা রেল নিরাপত্তার প্রশ্ন দেখা গেল। পুরো ঘটনাটি তদন্ত নেমেছে মালদার জিআরপি পুলিশ।


আরও পড়ুন- প্রাথমিকে ৩৬ হাজার অপ্রশিক্ষিত শিক্ষকের চাকরি বাতিল, ৩ মাসের মধ্যে নতুন নিয়োগ


প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগেই ফোন বাঁচাতে ছিনতাইকারীকে ধাওয়া করে ট্রেন থেকে লাফ দিয়ে গুরুতর জখম হয়েছিলেন এক নার্স। শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লাইনের ওই ট্রেনে ছিলেন ক্যানিং মহকুমা হাসপাতালের নার্স মেঘা মন্ডলের হাতে ছিল ফোন। হাতের মোবাইল একটানে কেড়ে নিয়েছিল ছিনতাইকারী। মুহূর্তে পাল্টা পদক্ষেপ করেন নার্স। ছিনতাইকারীকে বাধা দিতেই মেঘার গলা টিপে ধরেন ছিনতাইকারী। পাল্টা ছিনতাইকারীকে আটকানোর চেষ্টা করেন তিনি। মোবাইল পাওয়ার আশায় চেষ্টায় কার্পণ্য করেননি। ধস্তাধস্তির মাঝেই হাত ছেড়ে যায় মেঘার। ছিনতাইকারী ট্রেন থেকে লাফ মেরে পালাতেই তিনিও লাফ দেন, তাতেই চলন্ত ট্রেন থেকে পড়ে যান তিনি। গুরুতর জখম হন। শেষ পর্যন্ত সহযাত্রীদের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।


আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?