করুণাময় সিংহ, রাজীব চৌধুরী , মালদা: তোলপাড় সারা দেশ। আর জি কর কাণ্ডের পর মৃত চিকিৎসকের ইনসাফের দাবিতে পথে নেমেছে সারা দেশের চিকিৎসকরা। আন্দোলনের ঢেউ শহর ছড়ায় জেলায়, রাজ্য ছাড়িয়ে অন্য রাজ্যে, এমনকী পেরিয়েছে দেশের গণ্ডিও। R G কর মেডিক্যালে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় তোলপাড়ের মাঝেই আবার রহস্য়মৃত্যুর ঘটনা এ রাজ্যেই।
মৃত্যু হল মুর্শিদাবাদে প্রথম বর্ষের ফার্মাসি পড়ুয়ার । রঘুনাথগঞ্জে বেসরকারি ফার্মাসি কলেজের হস্টেল থেকে উদ্ধার হল ছাত্রের ঝুলন্ত দেহ। মালদার ইংরেজবাজারে যদুপুরের বাসিন্দা তৌহিদ করিম। পরিবারের দাবি, ১৯ বছরের ফার্মাসি পড়ুয়াকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। গত ১২ অগাস্ট রাতে তৌহিদের শেষবার কথা হয় পরিবারের । বাবাকে পরের দিন হস্টেলে আসতে বলেন ওই পড়ুয়া। কিন্তু ১৩ তারিখ সকাল থেকে ছেলের ফোনে সাড়া মেলেনি। বাবার দাবি, হস্টেলের মেঝেতে পড়েছিল দেহ। ছেলে আত্মহত্যা করেছে বলে জানায় সহপাঠী। পুলিশও অভিযোগ নিতে চায়নি বলে মৃত পড়ুয়ার পরিবারের দাবি। পুলিশের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
মুর্শিদাবাদের এই ঘটনা মনে করাচ্ছে গত বছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ছাত্রমৃত্যুর ঘটনা। গত অগাস্টেরই ঘটনা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তাল হয়েছিল রাজ্য। সেবার স্বপ্নদীপের হস্টেল থেকেই এক ছাত্র তাঁর বাড়িতে ফোন করে জানায়, স্বপ্নদীপ ঝাঁপ দিয়েছে। এরপরের ঘটনাক্রম সকলেরই জানা। হস্টেলে ব়্যাগিং , মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন ওই ছাত্র, অভিযোগ আসে সামনে। যাদবপুরে কোনও হস্টেলে সিসি-ক্যামেরা ছিল না । অথচ ইউজিসি র্যাগিং বিরোধী নির্দেশিকায় হস্টেলে সিসি ক্যামেরা থাকা বাধ্যতামূলক। এই ঘটনার পর সিসি ক্যামেরা বসানো নিয়ে যখন বহু পড়ুয়া ও সাধারণ মানুষ সরব হয়, তখন তার বিরোধিতাও করে বহু ছাত্রছাত্রী। এই ঘটনায় একাধিক গ্রেফতারিও হয়।
অন্যদিকে, কয়েকদিন আগেই বর্ধমান থানার অন্তর্গত নান্দুরে খেতের পাশ থেকে এক আদিবাসী ছাত্রীর নলি কাটা দেহ উদ্ধার হয়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বর্ধমান থানায় খুনের অভিযোগ দায়ের করেন মৃত ছাত্রীর বাবা। ব্যাঙ্গালোরের একটি শপিংমলে সেলসের কাজ করতেন ওই ছাত্রী। চাকরিরত অবস্থাতেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে করেসপনডেন্স কোর্সে মাস্টার ডিগ্রি করছিলেন তিনি। পরিবার সূত্রে খবর, সম্প্রতি গ্রামের বাড়িতে এসেছিল মেয়ে। মৃত ছাত্রীর মা জানিয়েছেন, বুধবার সন্ধেয় শৌচকর্মে যাওয়ার কথা বলে মোবাইল ফোন নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল মেয়ে। বেশ খানিকক্ষণ পরেও ফিরে না আসায় আশঙ্কা তৈরি হয়। খোঁজাখুঁজির পর বুধবার সন্ধে সাতটা-সাড়ে সাতটা নাগাদ বাড়ি থেকে ৫০ মিটার দূরে ছাত্রীর নলি কাটা দেহ উদ্ধার হয়।
মুর্শিদাবাদের এই ঘটনার কারণ কী হতে পারে, তা অনুসন্ধান করে দেখছে পুলিশ।
আরও খবর :