অভিজিৎ চৌধুরী, ইংরেজবাজার: পুজোর (Durga Puja) সময় বাড়ি ফাঁকা পেয়ে দুঃসাহসিক চুরি। নগদ টাকা, সোনাদানা নিয়ে চম্পট দুষ্কৃতীদের। তবে শুধু একটি বাড়িতে নয়, পর পর বেশ কয়েকটি বাড়িতে ঢুকেই লুঠপাট চালিয়েছে দুষ্কৃতীরা।
ফাঁকা বাড়ির সুযোগে পর পর ৪ বাড়িতে চুরি। ঘটনাটি ঘটেছে, ইংরেজবাজার (English Bazar) থানার যদুপুর মিশন পাড়া এলাকায়। জানা গিয়েছে, নগদ টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। দুষ্কৃতীরা ফেলে যায়, লোহার রড, ছাতা, গামছা এবং মাস্টার কি। চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মিশন পাড়া এলাকায়। এও জানা গিয়েছে, তিনজন শিক্ষক এবং একজন স্বর্ণ ব্যবসায়ীর বাড়ির তালা ভেঙে সমস্ত জিনিস লন্ডভন্ড করে টাকা এবং গয়না লুট করে পালায় দুষ্কৃতীরা। একজনের ছবি সিসি ক্যামেরায় দেখতে পান স্থানীয়রা। তাঁরাই পুলিশকে খবর দেন।
সূত্রের খবর, মোসলেউদ্দিন শেখ, মিজানুর রহমান, শাহ জামাল এরা তিনজন শিক্ষক। এঁদের মধ্যে সিদ্দিক শেখ স্বর্ণ ব্যবসায়ী। চারটি পরিবার কেউ আত্মীয়র বাড়ি, কেউ বাজার করতে, কেউ অন্য কাজে বাড়িতে তালা বন্ধ করে গিয়েছিলেন। বাড়ি ফিরতেই চক্ষু চড় ক গাছ তাদের। বাড়ির সমস্ত জিনিস লন্ডভন্ড করে নগদ টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে খবর, চোর বাড়ির লাগোয়া গাছ বেয়ে উপরে উঠেছে। জানালার গ্রিল-এর ফাঁকা জায়গা থেকে ভিতরে ঢুকে এই কাণ্ড ঘটানো হয়েছে বলে অনুমান করা হচ্ছে।
আরও পড়ুন, বিসর্জনের সময় বিপত্তি, নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা পে লোডারের, আহত কয়েক জন, পাল্টা চালককে মারধর
যে সব পরিবারে চুরি হয়েছে তাঁদের তরফে বলা হয়েছে, ব্যাঙ্ক বন্ধ থাকার কারণে ব্যবসার সব টাকা বাড়িতেই ছিল। আলমারিতে যেখানে টাকা সহ সোনার গয়না ছিল, সেই চাবি বাড়িতেই ছিল। সেখান থেকে সর্বস্ব নিয়ে চম্পট দেয় চোর। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। পুজোর মধ্যে এরকম ঘটনায় ভেঙে পড়েছে পরিবারের সকলে। তবে পরিবারের দাবি, চেনাশোনা কেউ এই ঘটনার সঙ্গে জড়িত। তা না হলে ঘরের কোথায়, কী আছে তা জানল কী করে?