করুণাময় সিংহ, মালদা: বড়দিনের (Christmas 2023) সন্ধ্যায় মালদার (Malda) চাঁচলে (Chanchal) ভয়াবহ ডাকাতি। গয়নার দোকানে সশস্ত্র ডাকাত দলের হামলা। কয়েক লক্ষ টাকার গয়না লুঠ। ডাকাতি করে পালানোর সময় ছোড়া হল গুলি। ব্যারাকপুর, রানাঘাট, পুরুলিয়া, সোনারপুর, বর্ধমান, চাঁচল। রাজ্যজুড়ে একের পর এক ডাকাতি হয়ে চলায় বড়সড় প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকা।


প্রকাশ্যে এসেছে সোনার দোকানে (Jewellary Shop Robbery) ডাকাতির সময় সিসিটিভি ফুটেজ। ওই ফুটেজে দেখা যাচ্ছে, হেলমেট পরে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখাচ্ছে ডাকাতরা। সোনার দোকানের কর্মীদের বন্দুকের নলের মুখে রেখে চলে দেদার লুঠতরাজ। শুধু তাই নয়, লুঠের পর পালানোর সময় গুলি ছোঁড়ে ডাকাতদল। সূত্রের খবর, পাঁচ মিনিটের মধ্যে গোটা অপারেশন শেষ হয়েছে। ২টো মোটরবাইকে করে ৫ জন দুষ্কৃতী এসেছিল। তাঁরা লুঠতরাজ চালানোর পর গুলি ছুঁড়তে ছুঁড়তে এলাকা থেকে পালিয়ে যায়। 


গোটা ঘটনায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছে এলাকায়। পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়। পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পুলিশকর্মীদের দিকে তেড়ে যেতেও দেখা যায়। মারমুখী জনতাকে সামলাতে নাস্তানাবুদ হয়েছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভিড়ের মধ্যে ব্যস্ত এলাকায় যেভাবে ডাকাতি হয়েছে, তারপর গুলি ছোঁড়া হয়েছে তাতে গোটা এলাকার লোক ভীষণ আতঙ্কিত।  


গত সাত মাসে অন্তত ১০ বার দুষ্কৃতীদের টার্গেট সোনার দোকান।


কবে কোথায় ডাকাতি:
২১ অক্টোবর: নদিয়ার কল্যাণীতে সোনার দোকানে গান পয়েন্টে ডাকাতির ঘটনা ঘটে। 
১৭ অক্টোবর: আমডাঙার দারিয়াপুরে সোনার দোকানে ডাকাতি হয়। 
২৯ সেপ্টেম্বর: খড়গপুরে সোনার দোকানে ডাকাতিতে বাধা পেয়ে গুলি চালায় দুষ্কৃতীরা।
৬ সেপ্টেম্বর: উলুবেড়িয়ায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে গয়না-টাকা লুঠ করা হয়। 
২৯ অগাস্ট: পুরুলিয়ার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে ডাকাতির ঘটনা ঘটে।
২৯ অগাস্ট: একই দিনে রানাঘাটে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসেও হানা দেয় ডাকাতদল।
২৫ অগাস্ট: শক্তিগড়ের গাংপুরে সোনার দোকানের মালিককে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। 
২৭ জুন: মালদার চাঁচলে সোনার দোকানে ডাকাতি, খুন হতে হয় এক সিভিক ভলান্টিয়ারকে। 
২৪ মে: ব্যারাকপুরের আনন্দপুুরীতে সোনার দোকানের মালিকের ছেলেকে গুলি করে খুন করে ডাকাতরা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: বড়দিনে তারাপীঠে ভক্তদের ঢল, নতুন বছরের আগে আশীর্বাদ প্রার্থনা