করুণাময় সিংহ, মালদা: পঞ্চায়েত ভোট ঘিরে দিকে দিকে অশান্তির আবহ। অনেক জায়গাতেই সামনে এসেছে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। ঠিক তখনই তৃণমূল ছেড়ে অন্য় দলে যোগ দেওয়ার ঘটনাও সামনে আসছে। যেমন মালদার মানিকচকের ঘটনা। সিপিএমের দাবি, মানিকচকে শতাধিক তৃণমূল নেতা-কর্মী শাসক শিবির ছেড়ে তাদের দলে যোগ দিয়েছে।
মানিকচক পঞ্চায়েত সমিতির প্রাণী ও মৎস কর্মাধ্যক্ষ আসাউদজামান, ১৩৫ নম্বর বুথের বুথ সভাপতি রিঙ্কু আলম-সহ প্রায় শতাধিক কর্মী তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগদান করেছেন বলে দাবি। সিপিআইএম নেতা মহম্মদ ইয়ামানুদ্দিনের হাত ধরে আসাউদজামান তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগ দিয়েছেন। আসাউদজামান বলেন, 'তৃণমূলে দালালের রাজ চলছে। দলের ভাবমূর্তি আমার পছন্দ হল না। তাই আমি তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগদান করলাম।'
তৃণমূলের দাবি:
দলবদলকে গুরুত্ব দিতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এনায়েতপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেস সহ সভাপতি মহম্মদ তাফাজ্জাল হোসেনের দাবি, 'তৃণমূলের টিকিট না পাওয়ার কারণেই সিপিআইএমে যোগদান করেছে।'
গতকাল তৃণমূলে ভাঙনের ছবি দেখতে পাওয়া গিয়েছিল উত্তর ২৪ পরগনায়। রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রার আগে উত্তর ২৪ পরগনার অশোকনগরে তৃণমূলে বড়সড় ভাঙন দেখা যায়। শাসকদল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি, প্রাক্তন প্রধান-সহ শতাধিক নেতা, কর্মী। তৃণমূলত্যাগীদের মধ্যে রয়েছেন হাবড়া ২ নম্বর অঞ্চলের পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি, বাঁশপুল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও যুব তৃণমূলের একাধিক নেতা, কর্মী। শাসকের দুর্নীতি-যোগের প্রতিবাদেই কংগ্রেসে যোগদান, দাবি তৃণমূলত্যাগীদের। অন্যদিকে, কংগ্রেসের অভিযোগ, সুষ্ঠু ও গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন
আটকানোর চেষ্টা করছে তৃণমূল। দলবিরোধী কাজের জন্য আগেই জনবিচ্ছিন্ন হয়ে পড়ায় দলত্যাগ, পাল্টা দাবি তৃণমূলের।
আইএসএফ-এও যোগ:
১০ লক্ষ টাকায় পঞ্চায়েতে তৃণমূলের টিকিট বিক্রি করেছেন বিধায়ক। টিকিট দেওয়ার টোপ দিয়ে ৩ বছর ধরে সংগঠনের কাজ করিয়েছে, টাকাও নিয়েছে। বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দিলেন কুলপির কামারচক গ্রাম পঞ্চায়েতের চকতারাবৈদ্য গ্রামের শতাধিক কর্মী, সমর্থক। দলবদলের পরেই তৃণমূলের অঞ্চল অফিস দখল করে নেয় আইএসএফ। তাদের দাবি, তৃণমূল যে টাকার বিনিময়ে টিকিট দিচ্ছে, এটাই তার প্রমাণ। কুলপির তৃণমূল বিধায়ক যোগরঞ্জন হালদারের পাল্টা দাবি, অভিযোগকারীরা একুশের বিধানসভা ভোটের সময় থেকেই আইএসএফের সঙ্গে যুক্ত। সাংগঠনিক সিদ্ধান্ত মেনেই তৃণমূলে টিকিট দেওয়া হয়েছে।
আরও পড়ুন: এক কেজি মধুর দাম গাড়ির দামের সমান! বিশ্বের সবচেয়ে দামি মধু পাওয়া যায় কোন দেশে?