করুণাময় সিংহ, মালদা: শনিবার রাজ্যের ৬টি বিধানসভা আসনে উপনির্বাচনের ফলাফল প্রকাশ পাওয়ার পর দেখা যায় সবকটি আসনেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। এরপরই বিরোধীদের কটাক্ষ করতে শুরু করেন রাজ্যের শাসক দলের নেতা-নেত্রীরা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে কুণাল ঘোষ, সবাই আক্রমণ করতে থাকেন রাজ্যের বিরোধী দলগুলিকে। এর মাঝেই এবার বিরোধীদের দাঁত ভাঙার ও জিভ ছিঁড়ে নেওয়ার হুমকি দিলেন মালদা জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি আবদুর রহিম বক্সী (Malda TMC District President Abdur Rahim Bakshi)।


সবকটি আসনে দলের জয়ের খবর আসতেই বিজয় উৎসবের আয়োজন করা হয়েছিল মালদায়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে আবদুর রহিম বক্সী বলেন, "আর বিরোধীদের কোনওরকম কুৎসা সহ্য করা হবে না। এবার থেকে যদি বিরোধী রাজনৈতিক দলের কোনও নেতা-নেত্রী তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কোন বাজে কথা বলে তাহলে তাঁদের মুখে থাকা ৩২টি দাঁত ভেঙে দেওয়া হবে। জিভ টেনে ছিঁড়ে ফেলা হবে। দেখি কে কী করতে পারে।" 


আরও পড়ুন: Bagdah News: বন দফতরের অনুমতি ছাড়াই কাটা হল একাধিক গাছ, অভিযোগ হেলেঞ্চা হাই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে


তাঁর এই মন্তব্যের কথা প্রকাশ্যে আসতেই সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। তাদের কথায়, তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি অনুযায়ীই মন্তব্য করেছেন মালদার জেলা সভাপতি আবদুর রহিম বক্সী। এভাবেই রাজ্যজুড়ে বিরোধীদের ওপর আক্রমণ চালানো হচ্ছে। বিরোধী মতবাদকে সম্পূর্ণ নির্মূল করতে চাইছে তৃণমূল কংগ্রেস।


প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৩ নভেম্বর পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভা আসন মাদারিহাট, সিতাই, মেদিনীপুর, হাড়োয়া, তালড্যাংরা ও নৈহাটি-তে উপনির্বাচন হয়েছিল। শনিবার ফলাফল প্রকাশ হতে দেখা যায় ছক্কা হাঁকিয়ে ৬টি আসনেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। নিজেদের পাঁচটি আসনের পাশাপাশি বিজেপির হাতে থাকা মাদারিহাট আসনটিও ছিনিয়ে নিয়েছে রাজ্যের শাসকদল। আর সবকটি আসনেই জামানত বাজেয়াপ্ত হয়েছে বাম-কংগ্রেস জোটের। এরপরই সিপিএমকে নিয়ে কটাক্ষ করে দুটি গানও গেয়ে ফেলেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। অরিজিৎ সিং ও বহুরূপী সিনেমার একটি গানের নকল করে বামেদের আক্রমণ করেন তিনি।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Wetland illegal Construction Controversy : অবাধে চলছে জলাভূমি ভরাট, হইচই পড়ে যেতেই ঢাকা হল আর্থমুভার, এবিপি আনন্দ-র ক্যামেরা দেখতে যা হল ...