করুণাময় সিংহ, মালদা : আশা কর্মী পদে চাকরি দেওয়ার নামে টাকা চাওয়ার অভিযোগ উঠল তৃণমূলের (TMC) এসটি মোর্চার সভাপতির বিরুদ্ধে। মালদার হবিবপুরের ঘটনা। টাকা চাওয়ার অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। টাকা দিতে রাজি না হওয়ায় চাকরি মেলেনি বলে অভিযোগ। টাকা চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শাসক-নেতা। 


অডিও ক্লিপ তরজা


রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় চলছে। গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এই পরিস্থিতিতে ফের টাকা দিয়ে চাকরি বিক্রির চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে! একধাপ এগিয়ে, ঘুষের টাকা দিয়ে সরকারি চাকরি বুকিংয়ের কথোপকথনের অডিও ক্লিপ (Audio Clip) ভাইরাল হল। যদিও এবিপি আনন্দ এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি। 


অভিযুক্ত মালদা জেলা তৃণমূলের এসটি মোর্চার সভাপতি চুনিয়া মুর্মু। তাঁর বিরুদ্ধে আশাকর্মীর চাকরি দেওয়ার নামে টাকা চাওয়ার অভিযোগ তুলেছেন হবিবপুরেরই এক তৃণমূল কর্মী। পলাশবনার বাসিন্দা, তৃণমূল কর্মীর অভিযোগ, চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে দেড়লক্ষ টাকা চান এসটি মোর্চার সভাপতি। অভিযোগকারী তৃণমূল কর্মীর দাবি, টাকা না দেওয়ায়, নম্বর বেশি থাকা সত্ত্বেও তাঁর স্ত্রীর চাকরি হয়নি। অভিযোগকারী বলেছেন, 'টাকা না দেওয়ায় চাকরি হয়নি। আমার স্ত্রী একসময় পঞ্চায়েত সদস্য ছিল।'  যদিও টাকা চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। মালদা তৃণমূল কংগ্রেসের এসটি মোর্চার সভাপতি চুনিয়া মুর্মু বলেছেন, 'ললিতকে চিনি না। অভিযোগ মিথ্যা।'


মহকুমাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগকারীর স্ত্রী। এবিষয়ে মালদা সদরের মহকুমাশাসক সুরেশ চন্দ্র রানো জানিয়েছেন, চাকরিতে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। 


রাজনৈতিক চাপানউতোর


গোটা বিষয় নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। বিজেপির (BJP) দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেছেন, 'তৃণমূল চাকরি দেওয়ার একটা কোম্পানি খুলেছে। শিক্ষা থেকে স্বাস্থ্য সমস্ত কিছুতেই চাকরি দেওয়ার এজেন্সি খুলেছে, আর তৃণমূল নেতার হচ্ছে সেই এজেন্সির স্টাফ। তৃণমূলের মন্ত্রীদের নির্দেশে সব জায়গায় এইরকম টাকা তোলা হয়েছে।' এদিকে, তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেছেন, 'ওই বক্তব্যটা চুনিয়ার কি না তা এখনো টেস্ট করা হয়নি। তবে যদি ওর বলা হয়, দল ওর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।'


আরও পড়ুন- ব্যাঙ্কক যেতে ‘বাধা’ অভিষেকের শ্যালিকাকে, বিমানবন্দরেই ইডি নোটিস মেনকা গম্ভীরকে