মুম্বই: আজ অর্থাৎ ১০ অগাস্ট থেকে সম্প্রচারিত হচ্ছে টেলিভিশনের জনপ্রিয় শো 'ইন্ডিয়ান আইডল' (Indian Idol)। চলতি বছর তেরোতম সিজন (Indian Idol 13) দেখছেন দর্শকেরা। সঙ্গীতের এই শোকে ঘিরে দর্শকদের উন্মাদনা নজর কাড়ে। এই শো জিতে অনেকে আজ প্রতিষ্ঠিত গায়ক হয়েছেন। চলতি সিজনে 'ইন্ডিয়ান আইডল'-এর বিচারকের ভূমিকায় রয়েছেন নেহা কক্কর, হিমেশ রেশমিয়া এবং বিশাল দাদলানি। সম্প্রতি একটি প্রোমো পোস্ট করা হয়েছে নেট দুনিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, এক প্রতিযোগীর পারফরম্যান্সের বিবেচনা করতে অস্বীকার করছেন নেহা কক্কর (Neha Kakkar)। কিন্তু কেন?


কেন এক প্রতিযোগীর পারফরম্যান্সের বিবেচনা করতে অস্বীকার করলেন নেহা কক্কর?


সম্প্রতি সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে নেট দুনিয়ায় 'ইন্ডিয়ান আইডল ১৩'-র যে প্রোমো পোস্ট করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, বিনীত সিংহ নামে এক প্রতিযোগীর পারফরম্যান্সের বিবেচনা করতে অস্বীকার করছেন শোয়ের বিচারক নেহা কক্কর। প্রতিযোগীর পারফরম্যান্সের পর নেহা সটান জানিয়ে দিচ্ছেন যে, ওই প্রতিযোগীর পারফরম্যান্সের বিবেচনা তিনি করতে পারবেন না। তবে, গায়িকার এই মন্তব্যে একেবারেই অখুশি নন নেটিজেনরা। বরং, তাঁর নেহার এমন মন্তব্যের জন্য প্রশংসিতও করছেন। গায়িকা বলছেন, 'আমার আগে বিনীত এসেছিল এই শো-তে। আর ও শোয়ের একজন তারকাও হয়েছিল। তুমি তাহলে আমার সিনিয়র হলে। তাই আমি তোমার পারফরম্যান্সের বিবেচনা করতে পারব না।' সঙ্গে সঙ্গে প্রতিযোগী বিনীত উত্তরে বলছেন, 'আজ নেহা তাঁর নিজের দক্ষতায় এবং পরিশ্রমে এই জায়গায় পৌঁছেছে। আমি চাই নেহাও আমার পারফরম্যান্সের বিবেচনা করুক।'


আরও পড়ুন - Jubin Nautiyal: জনপ্রিয় গায়ক জুবিন নটিয়ালের বিরুদ্ধে গ্রেফতারির দাবি উঠল নেট দুনিয়ায়


প্রসঙ্গত, 'ইন্ডিয়ান আইডল'-এর ১৩তম সিজন দর্শকদের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনা তৈরি করেছে। শোয়ের বিচারকরাও একে অপরের গোপন নানা তথ্য প্রকাশ করেছেন। যেমন হিমেশ রেশমিয়া জানান যে, শ্যুটিংয়ের সেটে নেহা কক্কর তাঁর স্বামী রোহনপ্রীতের ছবি টেবিলে রাখেন। হিমেশ বলেন, 'আমি এই সিজন নিয়ে খুবই উত্তেজিত। আমি দেখতে চাই কোথায় নেহার স্বামী রোহনপ্রীতের ছবি? শ্যুটিং সেটে তো তোমার টেবিলে সবসময় ওর ছবি থাকত। কিন্তু এখন যখন আমরা সবাই ভার্চুয়াল মিটিং করছি, তখন আমি তো ওর ছবি দেখতে পাচ্ছি না!' নেহা সঙ্গে সঙ্গে উত্তর দেন যে, তাঁর স্বামী বাড়িরই অন্য ঘরে রয়েছেন। আর সেখানে তাই তাঁর ছবির কোনও দরকার নেই।