করুণাময় সিংহ, মালদা : বাঁশ দেখালে হাত-পা কেটে নেওয়ার হুমকি তৃণমূল (TMC) নেতা আব্দুর রহিম বক্সির। গাজোলে বিরোধীদের উদ্দেশে তৃণমূল জেলা সভাপতির দাওয়াই, ‘বালা পরে বসে নেই তৃণমূল কংগ্রেস, হাত খসিয়ে দেওয়া হবে’। আব্দুর রহিম বক্সির হুঙ্কার ‘পঞ্চায়েত নির্বাচনে বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকব, প্রতিরোধ গড়ে তুলব। লাঠির বদলে লাঠি, বুথে বুথে তৈরি আছি।' প্রসঙ্গত কিছুদিন আগেই বিজদেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন, বুথ দখল করতে এলে বাঁশ নিয়ে প্রতিরোধ গড়ে তুলুন। 


ঠিক কী হুমকি


পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাজোলে এদিন মিছিল ছিল তৃণমূল কংগ্রেসের। মিছিলেরে শেষে গাজোলে পথসভা করা হয়। সেখানেই মালতিপুরের বিধায়ক তথা মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি বলেছেন, 'কিছু কিছু লোক কলকাতার মাটিতে বসে অনেক কথা বলছে। তাঁদের সঙ্গে লোক নেই, জন নেই, গ্রামে আসছেন না। তাঁরা তৃণমূল কর্মীদের হুঙ্কার দিয়ে বলছে, আগামী পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) হাতে বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকব। তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ চুপ করে বসে আছে। হাতে বালা পরে বসে নেই। বাঁশ দেখালে হাত খসিয়ে দেওয়া হবে। বাঁশ দেখালে পা কেটে নেওয়া হবে। তৃণমূল কংগ্রেস কর্মীরা দুর্বল নই, প্রতিটা বুথে বুথে তাঁরা ঐক্যবদ্ধ আছে। আপনি ভাবছেন চোখ দেখিয়ে, কেন্দ্রীয় সরকারের ভয় দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তাঁদের কর্মীদের দমিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আসুন কত শক্তি আছে, পঞ্চায়েত নির্বাচনে বুথে নেবে দেখান। জনসাধারণ, তৃণমূল কংগ্রেস কর্মীরা আপনাদের ছুড়ে ফেলে দেবে, বাঁশের বদলায় বাঁশ উপহার দেবে। লাঠির বদলে লাঠি উপহার দেবে। আমরা বুথে বুথে লড়াই করব, আমরা তৈরি।' যে মন্তব্য সামনে আসার পরই তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা।


কোন মন্তব্যের পাল্টা


কিছুদিন আগে বাঁকুড়ায় নবান্ন অভিযানের একটি প্রস্তুতি সভায় গিয়েছিলেন বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেখানে তিনি বলেন, 'খালি হাতে যাব না। কাঁচা বাঁশ নিয়ে যাব। বাঁশ কেটে রাখুন শুকোবেন না। পঞ্চায়েত নির্বাচনে ভোট লুঠ করতে এলে কাঁচা বাঁশ তৈরি রাখুন।' এর আগে পঞ্চায়েত নির্বাচনে শাসক দল তৃণমূল ভোট লুঠ করেছিল বলে অভিযোগ করেন তিনি। এবারও সেই ঘটনা রুখতে এভাবেই তৈরি থাকার কথা বলেন দিলীপ।


দিলীপের বক্তব্য নিয়ে রাজ্য-রাজনীতিতে শুরু হয়েছে বিতর্ক। তৃণমূলের তরফে এমন বক্তব্যের সমালোচনা করা হয়েছে। তারপরেও নিজের বক্তব্যে অনড় রয়েছেন তিনি। দিলীপ ঘোষ বলেন, 'গায়ের জোরে ভোট করতে এলে লাঠিই একমাত্র রাস্তা। বাংলায় গণতান্ত্রিক লড়াই হবে না। লড়াই হবে মাঠে বাঁশ দিয়ে, তাই কর্মীদের কাঁচা বাঁশ তৈরি রাখতে বলেছি।'


আরও পড়ুন- ‘কেন্দ্রের টাকায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিচ্ছে রাজ্য’, বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারী