করুণাময় সিংহ, মালদা: এবার মালদায় (Malda) পুলিশকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল (TMC) নেতারা। হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের শ্রমিক সংগঠনের প্রতিষ্ঠা দিবসের উপলক্ষ্যে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে পুলিশকে বিছুটি পাতা ঘষে দেওয়ার দাওয়াই দিলেন জেলা তৃণমূলের সহ সভাপতি। পুলিশকে আক্রমণ শানিয়েছেন হরিশচন্দ্রপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যও। তাঁর দাবি, পঞ্চায়েত নির্বাচনের আগে হরিশ্চন্দ্রপুর থানার কিছু পুলিশ আধিকারিক সিপিএম, কংগ্রেস ও বিজেপির দালালি করেছেন এমনকি এখনও কিছু আধিকারিক সেই কাজ এখনও করে যাচ্ছে। তৃণমূল কর্মীদের মিথ্য মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ারও অভিযোগ তুলেছেন তিনি। তৃণমূলের মাথা খারাপ হয়ে গেছে, তাই এসব বলছে, পাল্টা কটাক্ষ করছে বিজেপি।  


মকরম আলির অভিযোগ, 'এই কিছুদিনের মধ্যে বেছে বেছে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী যারা অঞ্চলের নেতৃত্ব দেয় যারা মানুষের অধিকার নিয়ে থানায় গেলে তাকে ধমকি দিয়ে বসিয়ে দেওয়া হয়। > লকআপে ঢুকিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানা থেকে। এটা হতে পারে না। এই মঞ্চে যাঁরা নেতা উপস্থিত আছেন, মালদা জেলা তৃণমূলের নেতৃত্ব আছেন আপনাদেরও দৃষ্টিগোচরে রাখছি। আপনারা চুপচাপ থাকলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঝান্ডা ধরতে বাধ্য থাকব।' করে তাহলে তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘেরাও করতে হবে বলে হুঁশিয়ারি দেন মকরম আলি।        


মালদা জেলা তৃণমূলের সহ-সভাপতি বিকাশ বন্দ্যোপাধ্যায় বলেন, 'পশ্চিমবঙ্গের ক্ষমতায় থেকে হরিশ্চন্দ্রপুরে আমরা বিরোধী দলে দাঁড়িয়ে আছি। কেন পঞ্চায়েত সমিতি যা খুশি তাই করে যাবে। হরিশ্চন্দ্রপুরের গ্রাম পঞ্চায়েতে কেন আমাদের ডেপুটেশন হবে না। কীসের সরকার আমরা যদি মানুষকে পাইয়ে দিতে না পারি। কিছু কিছু অফিসার পঞ্চায়েত নির্বাচনে ভোটের পর থেকেই বিজেপির হাওয়াই দুলছেন।' গোটা ঘটনার তীব্র সমালোচনা করেছেন জেলা বিজেপি নেতৃত্ব।


বাংলার রাজনীতিতে প্রায়শই কুকথার স্রোত শোনা যায়। কখনও কাঠগড়ায় থাকে শাসক দল, কখনও আবার বিরোধী দল। কখনও নিশানায় থাকে রাজনৈতিক ভাবে উল্টো দিতে থাকা শিবির। কখনও রাজনৈতিক ব্যক্তিত্বের আক্রমণের মুখে পড়ে পুলিশ। এর আগেও নানা সময় তৃণমূল নেতা বা বিজেপি নেতাদের পুলিশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য রাখতে দেখা গিয়েছে। এবার সেই তালিকায় যোগ হল মালদার এই ঘটনারও।


আরও পড়ুন: অনুব্রতহীন বীরভূমে কর্মী সম্মেলন তৃণমূলের! দেওয়া হল কোন্দল মেটানোর বার্তা