করুণাময় সিং, মালদা: টোটোর লাইনে কে আগে গাড়ি রাখবে? এই নিয়ে তুমুল বিতর্কের জেরে দিন দুপুরে প্রকাশ্যে গুলি চলল মালদার বৈষ্ণবনগরে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। 


এই শুট আউটের ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন একজন। বৈষ্ণবনগরের বাজাপ্তি গ্রামের ঘটনা। এই ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। জানা গিয়েছে পুরনো বিবাদকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষের জেরে আচমকাই চলেছিল গুলি। এই লড়াইয়ে গুলিবিদ্ধ হন আব্দুল লতিফ নামে এক ব্যক্তি।


বৈষ্ণবনগর থানার বাজাপ্তী গ্রামের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। গুলিবিদ্ধ ব্যক্তিকে বৈষ্ণব নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন রয়েছে ওই ব্যক্তি। ওই ব্যক্তির পায়ে গুলি লেগেছে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় ৪ জন মহিলাকে আটক করেছে পুলিশ। এই ঘটনার পর এলাকায় চলছে পুলিশি টহল।
 
জানা গিয়েছে টোটোর লাইন নিয়ে চলছিল বিতর্ক। এই ঘটনায় টোটো চালক এবং ইউনিয়নও ছিল। দিন পনেরো ষোলো আগেও এই ঘটনা নিয়ে ঝামেলা হয়েছিল। 


এই ঘটনায় আক্রান্ত আব্দুল লতিফ। ঘটনায় অভিযুক্ত ওবায়দুল্লাহ শেখ কালাম শেখ। দিন পনেরো আগে টোটোর লাইনে কারা আগে দাঁড়াবে এই নিয়ে গন্ডগোল হয়। বছর দেড়েক ধরে এই গন্ডগোল চলছে বলে পুলিশ সূত্রে খবর। সেই বিবাদের জেরে আজ আব্দুল লতিফ এর উপর হামলা হয়েছে বলে অভিযোগ। বেগুনের জমি থেকে ফেরার পথে হামলা।


এদিকে, ডাক বিভাগে চাকরির আবেদনকে কেন্দ্র করে মালদায় ভুয়ো সার্টিফিকেট চক্রের হদিশ মিলল। অভিযোগ, আবেদনপত্রের সঙ্গে জমা পড়ে কয়েকটি ভুয়ো সংশাপত্র। এনিয়ে জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেছে ডাক বিভাগ। অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 


অন্যদিকে, শনিবার বেসরকারি বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন মা ও মেয়ে। শনিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে চাঁচলের বীরস্থলে ৮১ নম্বর জাতীয় সড়কে। এই মর্মান্তিক দুর্ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।