নয়াদিল্লি: এবার থেকে আইওএস বা অ্যাপলের সফটওয়্যারে পাওয়া যাবে Battlegrounds Mobile India (BGMI) গেম। এই ইঙ্গিত দিয়েছে জনপ্রিয় গেমিং কোম্পানি ক্রাফটন। সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টে গেমের iOS ভার্সন লঞ্চ করার আশা জাগিয়েছে কোম্পানি।
ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া আইওএস লঞ্চ ডেট
যতদূর খবর পাওয়া যাচ্ছে, আগামী ২০ অগাস্ট আইওএস ভার্সনে লঞ্চ হতে পারে এই গেম। অনলাইন গেমের বাজার বলছে, আত্মপ্রকাশের কিছুদিনের মধ্যেই মার্কেটে সাড়া ফেলে দেয় ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (BGMI)। এক সপ্তাহের মধ্যে এই গেমে রেজিস্টার করেন ২ কোটি ৪০ লক্ষ ইউজার। গেমের প্রতি ইউজারদের এই আগ্রহ দেখে ইনস্টাগ্রামে বড় ঘোষণা করেছে কোম্পানি।
ইতিমধ্যেই গুগল প্ল স্টোর থেকে ৫ কোটি বার এই গেম ডাউনলোড হয়েছে। যার পুরস্কার স্বরূপ '৫ কোটি ডাউনলোড রিওয়ার্ড' দেবে গেমিং কোম্পানি। এই পুরস্কার দেওয়ার ক্ষেত্রে বাছাবাছি করবে না ক্রাফটন। সব ইউজারদেরই এই 'রিওয়ার্ড' দেওয়া হবে। তবে এই প্রথমবার নয়। অতীতেও ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া আইওএস লঞ্চের বিষয়ে ইঙ্গিত দিয়েছিল কোম্পানি।(BGMI) প্লেয়ারদের জন্য নানা ধরনের অফার এনেছে তারা। যেখানে রয়েছে বেশকিছু পুরস্কারের সুযোগ। ক্রাফটনের তথ্য বলছে, বর্তমানে গুগল প্ল স্টোর থেকে গেমের ৪কোটি ৬০ লক্ষের থেকে বেশি ডাউনলোড হয়েছে।
ক্রাফটন জানিয়েছে, ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার ইউজারদের জন্য অ্যান্ড্রয়েড বা আইওএস সব অপারেটিং সিস্টেমেই পাওয়া যাবে পুরস্কারের সুযোগ। গেমের আইওএস ভার্সনের ইঙ্গিত দেওয়ায় মনে করা হচ্ছে শীঘ্রই নতুন এডিশন আনতে পারে কোম্পানি। তবে এখনও ঠিক কবে ব্যাটেলগ্রাউন্ডসের আইওএস ভার্সন আসছে তার তারিখ প্রকাশ্যে আনেনি ক্রাফটন।
তবে অ্যান্ড্রয়েডের মতোই প্রথমে আইওএস-এর 'বিটা ভার্সন' আনবে কোম্পানি। পরবর্তীকালে পরীক্ষামূলকভাবে চালানোর পর আনা হবে এর 'স্টেবল ভার্সন'। এ বিষয়ে অফিশিয়াল ওয়েবসাইটে ইঙ্গিত দিয়েছে কোম্পানি।'ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন' (FAQ) সেগমেন্টের এক প্রশ্নের উত্তর থেকেই এই ইঙ্গিত পাওয়া গিয়েছে। কবে (BGMI)গেমের আইওএস ভার্সন আসছে জানতে চাওয়ায় উত্তর দিয়েছে কোম্পানি। যেখানে বলা হয়েছে,শীঘ্রই ফ্যানদের আইওএস ভার্সনের বিষয়ে জানানো হবে। এ বিষয়ে কোম্পানির অফিশিয়াল সাইট ও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নজর রাখতে হবে গেমারদের।