করুণাময় সিংহ, মালদা: দু'জায়গা থেকে জাল নোট উদ্ধারের ঘটনায় মালদায় (Malda Fake Currency Recovery) গ্রেফতার ৩। পুলিশের দাবি, ধৃতের জাল নোটের পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজারের বাঁধাপুকুর মোড় থেকে দু'জনকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ। তৃতীয় ব্যক্তিকে গ্রেফতার করা হয় কালিয়াচক থেকে।


কী ঘটেছিল?
পুলিশের দাবি, ইংরেজবাজারের বাঁধাপুকুর মোড় থেকে ধৃত ২ জন বিহারের বাসিন্দা। তাদের কাছ থেকে দেড় লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয় বলে খবর। এসটিএফ সূত্রে খবর, জাল নোটগুলি কালিয়াচক থেকে বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল। অন্য দিকে, কালিয়াচক থেকেও ১ লক্ষ ৯৮ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়। কালিয়াচকের নলদাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে রবিউল মিঞাঁ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে প্রায় ২ লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়েছে বলে খবর।


আগেও উদ্ধার...
বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই জেলায় জাল নোট উদ্ধার নতুন নয়। গত অক্টোবরেই যেমন মালদা থেকে রাজ্য সরকারের  এসটিএফ-র হাতে তিন জন ধরা পড়ে।  ৯৯,৫০০ টাকার জাল নোট-সহ তিনজনকে গ্রেফতার করা হয়। জানা যায়, ধৃতদের এক জন বিহারের বাসিন্দা। বাকি দুইজন মালদার কালিয়াচকের বাসিন্দা। ধৃতদের এসটিএফ ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দিয়ে ঘটনার তদন্ত শুরু করে এসটিএফ। পুলিশ সুত্রে জানা যায়, ধৃতদের নাম রাহুল কুমার(২৬)। বাড়ি বিহারে। বাবুল শেখ(২৮)। বাড়ি মালদার কালিয়াচকের চরবাবুপুর এলাকায়। লালু শেখ(২২)। বাড়ি চরবাবুপুর কালিয়াচক। ঘটনার দিন গভীর রাতে মালদা শহরের রথ বাড়ি এলাকায় তিনজন সন্দেহজনক ভাবে ঘুরছিল। এসটিএফ, গোপন সুত্রে খবর পেয়ে, রথ বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেফতার করে। তল্লাশি চালিয়ে তাঁদের থেকে ৯৯৫০০ টাকার ভারতীয় জালনোট উদ্ধার হয়েছিল। উদ্ধার হওয়া নোট গুলি-সহ ৫০০ টাকার নোট। ধৃতদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। তবে জাল নোটের হদিশ যে শুধু মালদায় মিলেছে তা নয়। গত বছরের অগাস্টের শেষে, কলকাতা সংলগ্ন হাতিয়াড়াতেও জাল নোট কারখানার হদিশ মিলেছিল। কলকাতা পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার হয়েছিল ২ জন। পুলিশ জানায়, ওই দু'জনের কাছ থেকে উদ্ধার হয়েছিল ৭০ হাজার ৫০০ টাকার জাল নোট। ১০০ ও ৫০০ টাকার নোট জাল নোট দেখে কার্যত বোঝার উপায় ছিল না যে একটিও আসল নয়। 


আরও পড়ুন:ভোট শেষ, জল 'বন্ধ'! ৪ হাজার টাকা দিয়ে পুরসভা থেকে কিনতে হচ্ছে পানীয় জল