অভিজিৎ চৌধুরী, মালদা: জমি ঘিরে বিতর্ক, তা থেকে বচসা (Land Related Controversy)! অভিযোগ, সেই বচসা-ই গড়াল রক্তপাতে (bloodshed from land feud In Malda)। আহত হলেন একই পরিবারের চার জন (4 From Same Family Get Injured)। মালদহের হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামের ঘটনা। 


কী জানা গেল?
পুলিশ সূত্রে খবর, ঘটনায় গুরুতর জখম হয়েছেন বছর ষাটেকের এক বৃদ্ধ। নাম আলাউদ্দিন। আহত হন তাঁর স্ত্রী রবিনা (৫০)। বাদ যানি আলাউদ্দিন-রবিনার ছেলে রবিজুল ইসলাম (২৮) এবং পুত্রবধূ সাইদা খাতুন (২৩)ও। অন্য দিকে, জখম হন আকাশ আলি (২৫) ও আজিম আলি(২২)। বিবদমান দুতরফের জখমদেরই হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়েছে। তবে আলাউদ্দিনের স্ত্রী ও তাঁর পুত্রবধূর অবস্থা আশঙ্কাজনক দেখে তাঁদের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। দু-তরফই রাতে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।


কী ঘিরে বিবাদ?
আহত রবিজুল ইসলামের অভিযোগ, এদিন রামপুর মাঠে তাঁদের দাদুর সম্পত্তি মাপজোক হচ্ছিল। কিন্তু তাঁর কাকা আগে থেকেই রাস্তার ধারের অংশটি দখল করে চাষাবাদ করছিলেন। এদিন আমিন মাপজোক করে দুটি অংশ ভাগ করে দিলেও তাঁর কাকা রাস্তার ধারে বেশি অংশ পেয়ে যায় বলে দাবি রবিজুলের। পুনরায় মাপজোকের দাবি জানিয়ে জমির আলে দেওয়া বাঁশের খুঁটি তুলতে গেলে কাকা ও তাঁর দুই ছেলে শাবল ও কোদাল দিয়ে তাঁদের প্রচণ্ড মারধর করে রক্তাক্ত করে দেন বলে অভিযোগ। মায়ের ও স্ত্রীর মাথায় শাবলের আঘাত  দিয়ে রক্তাক্ত করে দেওয়া হয়। বাবার কানেও শাবল মেরে জখম করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তাঁরও ডান হাতের একটি আঙুল ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। যদিও অভিযুক্তের পাল্টা দাবি, দীর্ঘ ৩৬ বছর ধরে রাস্তার ধারের অংশটি দখল করে চাষাবাদ করে আসছেন। এখন অন্য পক্ষ সেই অংশের ভাগ নেওয়ার জন্য এই ধরনের ঝামেলা লাগাচ্ছে। অতীতে গ্রামে বসে সমস্যার সমাধান করে দিয়েছিলেন এলাকার মোড়লেরা। এখন রবিজুলরা সেটা মানতে অস্বীকার করছেন বলে পাল্টা দাবি। সব মিলিয়ে তীব্র অশান্তি, সেখান থেকে রক্তপাত। গোটা ঘটনায় চাঞ্চল্য এলাকায়। 


আরও পড়ুন:প্রথম পাঁচ দিনেই ২০০ কোটি আয়ের আশা, 'পাঠান'-এর হাত ধরেই বলিউডের লক্ষ্মীলাভ শুরু?