করুণাময় সিংহ, মালদা: লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে যাতে কেউ বঞ্চিত না হন সেই ব্যাপারে বিশেষ নজর দিচ্ছে মালদা প্রশাসন। এবার লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম নিয়ে হাসপাতালে পৌঁছে গেলেন প্রশাসনের আধিকারিকরা। চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে গর্ভবতী মহিলাদের হাতে তুলে দেওয়া হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম। শুধু তাই নয়, একই সঙ্গে বিতরণ করা হল স্বাস্থ্য সাথী প্রকল্পের ফর্ম। 


চাঁচল ১ নম্বর ব্লকের বিডিও সমীরণ ভট্টাচার্য ও চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার জয়ন্ত বিশ্বাসকে সঙ্গে নিয়ে হাসপাতালে ফর্ম বিতরণ করেন চাঁচলের মহকুমা শাসক কল্লোল রায়। তিনি বলেন বেশ কিছু ফর্ম হাসপাতাল কর্তৃপক্ষকে দেওয়া রয়েছে। তাঁর মতে, অন্যান্য রোগীরা ভর্তি হলে তাঁদেরও ওই ফর্ম বিতরণ করা যাবে। এমনকী হাসপাতাল থেকে সেইসব ফর্ম সংগ্রহ করতে পারবেন ব্লক দফতরের কর্মীরাও। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার জয়ন্ত বিশ্বাস। হাসপাতালের বেডে শুয়েই হাতে লক্ষ্মীর ভাণ্ডার ও স্বাস্থ্য সাথী প্রকল্পের ফর্ম পেয়ে স্বভাবতই খুশি রোগীরাও।


লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম বিতরণ শুরু হওয়ার পর থেকেই জেলায় জেলায় বিশৃঙ্খলার খবর সামনে আসে। বিভিন্ন জেলায় লম্বা লাইন, হুড়োহুড়ি পড়তে দেখা গেছে। এই পরিস্থিতিতে কিছুদিন আগেই নতুন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অ্যাকাউন্ট খোলার জন্য বাড়ানো হয়েছে ব্যাঙ্কের সময়সীমা। ব্যাঙ্ক খোলা রাখা হচ্ছে পুরো সময়। লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট খোলার জন্যই ব্যাঙ্কের সময়সীমা বাড়ানো হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখা হচ্ছে ব্যাঙ্ক, গত বুধবারই এমন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। 


আরও পড়ুন: Bengal Bank Time Extension : লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টের জন্য 'লক্ষ্মীবার' থেকেই বিকেল ৫টা পর্যন্ত পাওয়া যাবে ব্যাঙ্ক পরিষেবা, ঘোষণা মুখ্যমন্ত্রীর


আরও পড়ুন: North 24 Parganas: দেগঙ্গায় লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম তোলার লাইনে দাঁড়ানো মহিলাদের হাতে হাতে ৫০০ টাকা, বিতর্কে তৃণমূলের পঞ্চায়েত প্রধান