আশাবুল হোসেন, পশ্চিম বর্ধমান : একদিনে লাইন ভ্যাকসিনের, অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডারের। লক্ষ্মীর ভাণ্ডারের ( West Bengal Lakshmi Bhandar Scheme 2021 ) জন্য নতুন করে অ্যাকাউন্ট খুলতে বিশাল লম্বা লাইন পড়ছে ব্যাঙ্কে ব্যাঙ্কে। এদিকে আবার করোনা বিধি মেনে ব্যাঙ্কের কাজের সময়সীমাও কমেছে। তাই কে আগে অ্যাকাউন্ট খুলবেন, তাই নিয়েই শুরু হচ্ছে দ্বন্দ্ব, বিশৃঙ্খলা। 



এই পরিস্থিতিতে নতুন ঘোষণা মুখ্যমন্ত্রীর। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অ্যাকাউন্ট খোলার জন্য বাড়ছে ব্যাঙ্কের সময়সীমা। বৃহস্পতিবার থেকেই ব্যাঙ্ক খোলা থাকলে পুরো সময়। লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট খোলার জন্যই ব্যাঙ্কের সময়সীমা বাড়ানো হচ্ছে। বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক, বুধবারই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।

আরও পড়ুন: রাজ্যে ৪০ শতাংশ কর্মসংস্থান বেড়েছে: মমতা বন্দ্যোপাধ্যায়




ভ্যাকসিনের হাহাকারের মধ্যেই ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের ফর্ম তোলার জন্য লাইন হচ্ছে দীর্ঘ থেকে দীর্ঘতর। বাড়ছে বিশৃঙ্খলা। কোথাও হচ্ছে ফর্ম লুঠ। কোথাও আবার স্বজনপোষণের অভিযোগ। কোথাও কে আগে লাইনে দাঁড়াবেন, তারজন্য হুড়োহুড়িতে আহত মহিলারা! জেলায় জেলায় অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাঙ্কের পড়ছে লম্বা লাইন। অ্যাকাউন্ট খুলতে এসে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজার ও কর্মীদের হেনস্থা ও মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে। এই পরিস্থিতিতে আরও কিছুটা শিথিল করা হল করোনা-বিধি। 


বুধবার পশ্চিম বর্ধমানের পানাগড়ে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, বৃহস্পতিবার থেকে আগের মতোই খোলা থাকবে ব্যাঙ্ক। করোনা আবহে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে বহাল বিধিনিষেধ। সকাল ১০টা থেকে দুপুর ৩টে পর্যন্ত মিলছিল ব্যাঙ্কের পরিষেবা। সেই বিধিনিষেধই কিছুটা শিথিল করা হল।

এছাড়া আজ মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, “দেশে যখন কর্মসংস্থান সঙ্কুচিত হচ্ছে, সেখানে রাজ্যে ৪০% কর্মসংস্থান বেড়েছে। এমনকী করোনা পরিস্থিতিতেও ৪০ শতাংশ দারিদ্রতা কমেছে।’’  পাশাপাশি তাঁর ঘোষণা, 'অন্ডাল বিমানবন্দরে আন্তর্জাতিক স্তরে উন্নীত করা হবে। উৎকর্ষ বাংলায় ৬ লক্ষ ছেলেমেয়েকে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, সব সমস্যার দ্রুত সমস্যার জন্য হাই পাওয়ার্ড কমিটি তৈরি করা হয়েছে। মাসে অন্তত একবার বৈঠকে বসে সমস্যার সমাধান করা হবে।'