করুণাময় সিংহ, মালদা: পঞ্চায়েত ভোটের আগে, মালদায় অস্ত্র উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে মানিকচক থানার গঙ্গা নদীর ঘাট এলাকায় তল্লাশি চালায় পুলিশ। উদ্ধার হয় ৩টে আগ্নেয়াস্ত্র ও ২টি কার্তুজ। গ্রেফতার করা হয়েছে মেহবুব আলম নামে ঝাড়খণ্ডের বাসিন্দা এক যুবককে। কিন্তু কোথা থেকে এল এই অস্ত্র? তার খোঁজ শুরু করেছে পুলিশ।                                                     

  


মালদায় অস্ত্র উদ্ধার: পঞ্চায়েত ভোটের আগে ফের প্রশ্ন জোরাল হচ্ছে বাংলা কি বারুদের স্তূপে? গতকাল গোপন সূত্রে খবর পায় পুলিশ। গঙ্গা নদীর ঘাট এলাকায় তল্লাশি চালায় তারা। সেখানে তল্লাশি চালিয়ে ৩টে আগ্নেয়াস্ত্র ও ২টি কার্তুজ উদ্ধার হয়। গ্রেফতার করা হয়েছে একজনকে। ধৃত ওই ব্যক্তিকে জিজ্ঞসাবাদ করে জানা গিয়েছে সে ঝাড়খণ্ডের বাসিন্দা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বিক্রির উদ্দেশেই ঝাড়খণ্ড থেকে রাজ্য়ে আনা হয়েছিল অস্ত্রগুলি।                        


এর আগে গত মাসে  এক রাতের মধ্য়ে ২ জেলায় পুলিশের জালে ধরা পড়ে ৬ জন। জেলায় জেলায় উদ্ধার হচ্ছে বোমাও।সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে, পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশনে অভিযান চালায় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। উদ্ধার হয় ৩টি 7.65 mm পিস্তল,১৪ রাউন্ড গুলি, ৬টি ফাঁকা ম্যাগাজিন। এসটিএফ সূত্রে খবর, ধৃতদের একজন বিহারের মুঙ্গেরের বাসিন্দা। অপর ২ জন নওদা ও হরিহরপাড়ার বাসিন্দা। মুঙ্গের থেকে আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসেছিল এক অস্ত্র কারবারি। মুর্শিদাবাদ থেকে ২ জন সেই অস্ত্র কিনতে এসেছিল। কাটোয়া স্টেশনে যখন অস্ত্র উদ্ধারের মুর্শিদাবাদ কানেকশন উঠে আসছে, তখন মুর্শিদাবাদেরই সামশেরগঞ্জেও মিলল বেআইনি অস্ত্র। ধৃতদের কাছ থেকে মিলেছে ২ টি পিস্তল,২টি ম্যাগজিন ও গুলি। পুলিশ সূত্রে খবর, মালদা থেকে আগ্নেয়াস্ত্র কিনে মুর্শিদাবাদের সাগরপাড়ায় যাচ্ছিল ৩ যুবক। সেই পথেই ধুলিয়ানে তাদের পাকড়াও করা হয়। কী উদ্দেশ্যে অস্ত্র নিয়ে যাচ্ছিল ওই ৩ যুবক? খতিয়ে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ।                  


আরও পড়ুন: Travel Destination: গরম থেকে রেহাই পেতে ঘুরে আসুন ঠান্ডা 'ট্যুরিস্ট স্পট' থেকে, রইল ৮ 'অফবিট' সন্ধান