করুণাময় সিংহ, মালদা: এবার হুমকির শিকার তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের এক সদস্য (TMC Panchayat Member)। অভিযোগের তির এক ঠিকাদারের (Contractor) দিকে। প্রাথমিক ভাবে খবর, নিম্নমানের নির্মাণকাজের বিরোধিতা করায় ওই পঞ্চায়েত সদস্যকে হুমকি দেওয়া হয়। মালদার (Malda) কালিয়াচক থানার জালালপুর নূরনগর এলাকার ঘটনা।
কী জানা গেল?
জালালপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য মিলু শেখ জানিয়েছেন, গ্রাম পঞ্চায়েতের ফিফটিন ফিন্যান্সের মাধ্যমে একটি ঘাটের সিঁড়ি নির্মাণ ও সংলগ্ন রাস্তা সংস্কারের কাজ করার কথা। কিন্তু অভিযোগ, এখানে কোনও নিয়ম মেনে কাজ করা হচ্ছে না। যে ঠিকাদার কাজের বরাত পেয়েছেন, তিনিই দুর্নীতি করছেন। গোটা ঘটনার প্রতিবাদ করায় প্রথমে মিলু শেখকে ঘুষ দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। তাতেও তিনি চুপ হননি। এর পর খোলাখুলি ওই তৃণমূল সদস্যকে হুমকি দেওয়া হয় বলে দাবি। এই নিয়ে কালিয়াচক এক নম্বর ব্লকের বিডিও-র কাছে অভিযোগও জানান মিলু। অভিযোগ গিয়েছে মালদা জেলাশাসকের কাছেও। গ্রাম পঞ্চায়েতের সদস্যের অভিযোগের যথাযথ তদন্তও দাবি করেছেন গ্রামবাসীরা। জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী বলেন,' এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না। কেউ দুর্নীতি করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।' কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি। কালিয়াচক এক নম্বর ব্লকের ভিডিওকে অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মালদার জেলা শাসক নীতিন সিংহানিয়া।
দুর্নীতির অভিযোগ আগেও...
গত বছর নভেম্বরে বিদ্যালয়ের ভবন নির্মাণ নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। সে বারও অভিযোগের তির ছিল ঠিকাদারের দিকে। আর তার জেরে বিদ্যালয়ের ঘরের ছাদে ফাটল, আতঙ্কে বিদ্যালয়ে আসা বন্ধ করে পড়ুয়ারা। মাত্র এক বছর আগে তৈরি হওয়া ভবনে ধরে যায় ফাটল। নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে, সিডিউল দেখানো হয়নি, এমন অভিযোগ এনে প্রতিবাদে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবক এবং এলাকাবাসীর। যদিও বিষয়টি ইঞ্জিনিয়ার এবং ঠিকাদারের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এই বিক্ষোভের ফলে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কঠোর পদক্ষেপ নেওয়া হবে বার্তা জেলা শাসকের।মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার সাহাপুর গ্রামের সাহাপুর প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে দুর্নীতির অভিযোগ ওঠে। সেখানে পড়ুয়াদের বিদ্যালয়মুখী করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছিল সরকার। কিন্তু সেখানে আতঙ্কে বিদ্যালয়ে আসতে চাইছিল না পড়ুয়ারা।
আরও পড়ুন:লম্বায় ঠিকমতো বাড়ছে না চুল? এই নিয়মগুলো মেনে চললে পেতে পারেন উপকার