করুণাময় সিংহ, মালদা: খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা ঘুরে যাওয়ার পরেও, মালদায় তৃণমূলের ঘরোয়া কোন্দল মেটার কোনও লক্ষণই নেই! ইংরেজবাজার ব্লক তৃণমূলের সভানেত্রী ও কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের মধ্যে সংঘাত চলছেই। দুর্নীতি ইস্যুতে একে অপরকে নিশানা করছে দুই শিবির। চলছে বিক্ষোভ, পাল্টা বিক্ষোভ।
দুর্নীতি ইস্যুতে একে অপরকে নিশানা: তৃণমূল পরিচালিত গ্রামপঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে, দলীয় পতাকা হাতে স্লোগান দিচ্ছেন তৃণমূল কর্মীরাই। শনিবার এই দৃশ্য দেখা গেল মালদার ইংরেজবাজারের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায় থাকতে তৃণমূলের অন্দরে যে ক্ষোভ দেখা গিয়েছিল, দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক মালদা ছাড়ার পরেও, সেই ক্ষোভ-বিক্ষোভ চলছে। যাকে কেন্দ্র করে মালদা তৃণমূলের অন্দরে এত টানাপোড়েন, তিনি হলেন ইংরেজবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী প্রতিভা সিংহ। মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ পদে রয়েছেন প্রতিভা। দলের ব্লক সভানেত্রী ও জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রতিভা সিংহকে টিকিট না দেওয়ার দাবিতে, বৃহস্পতিবার অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের গাড়ি থামিয়ে ক্ষোভ উগরে দেন তৃণমূল কর্মী-সমর্থকরা।
তার ২৪ ঘণ্টার মধ্যে, অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায় থাকাকালীনই, ব্লক সভানেত্রীর অপসারণ চেয়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে তৃণমূলেরই একাংশ। তৃণমূল পরিচালিত কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের অনুগামীরা দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তুলে শুক্রবার ঠিক যে জায়গায় বিক্ষোভ দেখিয়েছিলেন, শনিবার ঠিক সেই জায়গাতেই পাল্টা বিক্ষোভ দেখান তৃণমূল নেত্রী প্রতিভা সিংয়ের অনুগামীরা। দুর্নীতি ইস্যুতে কাঠগড়ায় তুললেন দলেরই পঞ্চায়েতের উপপ্রধানকে।
কাজিগ্রাম অঞ্চলের যুব তৃণমূলের সাধারণ সম্পাদক জাকির শেখ বলেন, “প্রতিভা সিংকে বদনাম করার জন্য এই চক্রান্ত চলছে। উপপ্রধান পঞ্চায়েতে টাকা লুঠ করেছেন। এখন তাঁর অনুগামীরা এসব নাটক করছেন, তাঁকে টিকিট দেওয়া যাবে না।’’ দুর্নীতির অভিযোগ উড়িয়ে পাল্টা আক্রমণ শানিয়েছেন উপপ্রধান। কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহিদ ইসলাম বলেন, “বুথ সভাপতির নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ব্লক সভানেত্রী টাকার বিনিময়ে সব কিছু করছেন। এখানে কোনও গোষ্ঠীকোন্দল নেই। দলটাকে ধ্বংস করছেন প্রতিভা সিং।’’
আরও পড়ুন: Do You Know: জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?