করুণাময় সিংহ, মালদা: বিয়েবাড়ি যাওয়ার পথে, পিক আপ ভ্যানের ধাক্কায় অটো উল্টে মৃত্যু হল ভাই-বোনের (Road Accident)। আহত ১৫ জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।


পিক আপ ভ্যানের ধাক্কায় অটো উল্টে মৃত্যু: কথা ছিল বিয়েবাড়ি যাওয়ার। সেই উদ্দেশ্যেই পরিবারের বাকিদের সঙ্গে বেরিয়েছিলেন তাঁরা। কিন্তু এক লহমায় বদলে গেল ছবিটা। আনন্দের মাঝেই ঘটে গেল অঘটন। পথ দুর্ঘটনায় মৃত্যু হল ভাই বোনের। গতকাল রাত ১০টা নাগাদ পুরাতন মালদার (Old Malda) আদমপুর এলাকায় দুর্ঘটনা ঘটে। মৃত বছর ৪৫-এর ছবি কর্মকার ও তাঁর ভাই বছর ৪০-এর অসীম সরকার হবিবপুরের বাসিন্দা। মালদার (Malda) দিকে যাওয়ার পথে, নিয়ন্ত্রণ হারিয়ে পিক আপ ভ্যান ধাক্কা মারলে, যাত্রী বোঝাই অটো উল্টে যায়। পিক আপ ভ্যানের চালক পলাতক।                                                                                                                                    


মৃত্যু বাইক আরোহীর: জামুড়িয়ার বোগড়া মোড়ে পাথর বোঝাই লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক বাইক আরোহীর। মৃত ধর্মেন্দ্র রাম ক্যারাটে প্রশিক্ষক। বাড়ি জামুড়িয়ার নিঘা এলাকায়। আজ ভোর সাড়ে ৫টা নাগাদ ২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। দুর্গাপুরের দিকে যাওয়ার পথে, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পাথর বোঝাই লরি। বাইক-সমেত আরোহী লরির নীচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। লরির চালক ও খালাসি পলাতক। 


দিনকয়েক আগে রাস্তায় বাস উল্টে (Bus Overturned) জখম ২০ জন পড়ুয়া। বান্দোয়ান (Bandoan) থেকে কুঞচাগামী রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, বুধবার সকাল ১০টা নাগাদ বান্দোয়ান এলাকার বিভিন্ন গ্রাম থেকে ৩৫ জন খুদে পড়য়াকে নিয়ে এলাকার ভাল পাহাড় নামক স্কুলে যাচ্ছিল বাসটি। হঠাৎ কড়পা গ্রাম সংলগ্ন রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। ঘটনায় জখম হয় অন্তত কুড়ি জন ছাত্র-ছাত্রী (At least twenty students injured)। আহতদের উদ্ধার করে প্রথমে বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ছয় জনকে তড়িঘড়ি অন্যত্র স্থানান্তরিত করা হয়। সূত্রের খবর, পরে আরও কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়। আহত ছাত্র-ছাত্রীদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের জামশেদপুরে নিয়ে যাওয়া হয়।


আরও পড়ুন: Dilip Ghosh: “সবই আসলে ওঁর ইচ্ছেয় হয়েছে'' দিলীপের নিশানায় মুখ্যমন্ত্রী