অভিজিৎ চৌধুরী, মালদা:মালদার হরিশচন্দ্রপুরে BLO-র স্বামীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল। অভিযুক্ত প্রাক্তন কংগ্রেসের পঞ্চায়েত সদস্যে মহম্মদ কাশিমুদ্দিন। অভিযুক্ত শাসকদল ঘনিষ্ঠ জমি মাফিয়া বলে দাবি আক্রান্তের স্ত্রীর।
আরও পড়ুন, ডানকুনিতে মৃতের এনুমারেশন ফর্ম দিয়ে নাম তোলার চেষ্টা বাংলাদেশির ! শুভেন্দুর নিশানায় শাসকদল
কাজের চাপে BLO-র মৃত্য়ু, আত্মহত্য়ার অভিযোগ। কারও ব্রেন স্ট্রোক। কারও সেরিব্রাল অ্য়াটাক। একের পর এক অভিযোগ ঘিরে সরগরম রাজ্য়-রাজনীতি। শুধু তাই নয়... অভিযোগ, এর পাশাপাশি রয়েছে। রাজনৈতিক নেতা-নেত্রীদের হুমকি হুঁশিয়ারি। এবার, বুথ লেভেল অফিসারের স্বামীকে মারধরের অভিযোগ উঠল এক ব্য়াক্তির বিরুদ্ধে। ঘটনাস্থল মালদার হরিশ্চন্দ্রপুর। হরিশচন্দ্রপুরের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতে BLO-র কাজ করছেন গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষিকা নিবেদিতা মণ্ডল। তাঁর অভিযোগ, গত কয়েকদিন ধরেই, তাঁকে ও তাঁর স্বামীকে উত্য়ক্ত করছেন মহম্মদ কাশিমুদ্দিন নামে স্থানীয় এক ব্য়াক্তি।
তিনি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের প্রাক্তন সদস্য় হলেও, বর্তমানে তৃণমূল ঘনিষ্ঠ বলে অভিযোগ। BLO-র দাবি, এনুমারেশম ফর্ম বিলি থেকে ফর্ম সংগ্রহের কাজ, সব তাঁর নির্দেশ মেনে করার জন্য় চাপ দিচ্ছিল অভিযুক্ত। কিন্তু, BLO তাতে রাজি না হওয়ায়, বুধবার তাঁর স্বামীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগকারী BLO নিবেদিতা মণ্ডল বলেন , আগে থেকে রড, লাঠি মজুত রেখেছিল, জানে আমার স্বামীর বড় অপারেশন হয়েছে, অপারেশনের জায়গায় রড দিয়ে বাড়ি মেরেছে। আমার কাজে বাধা দিচ্ছে, ওর মতো করে আমাকে ফর্ম নিতে হবে, দিতে হবে, যেভাবে বলবে সেইভাবে ফর্ম ফিলাপ করতে হবে। আমি খুব ভয় পাচ্ছি।
এই ভয়ঙ্কর অভিযোগ সামনে আসার পর তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি।অভিযুক্তের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছে, তৃণমূলের দিকে আঙুল তুলেছে কংগ্রেস।মালদা জেলা বিজেপি সম্পাদক রূপেশ আগরওয়াল বলেন, তৃণমূল কী করছে সমস্ত সমাজবিরোধীদের এগিয়ে দিয়ে কার্যকলাপ সিদ্ধি করার চেষ্টা করছে। সাধারণ মানুষকে ভয় দেখিয়ে সমস্ত কার্যকলাপ সিদ্ধির চেষ্টা করছে।
মালদা প্রাক্তন বিধায়ক ও কংগ্রেস নেতা মুস্তাক আলম বলেন, কংগ্রেসের এই শিক্ষা নয়, কংগ্রেসের কর্মীরা এগুলো করেনি একদম গ্যারান্টি, অবশ্যই তৃণমূলের কর্মীরা করেছে, আর কে করবে। ' যদিও তৃণমূল আবার দায় চাপাচ্ছে কংগ্রেসের ঘাড়ে।হরিশ্চন্দ্রপুর INTTUC ব্লক সভাপতি সাহেব দাস বলেন, শুনলাম এইরকম একটা ঘটনা, এটাও শুনলাম যে কংগ্রেস আশ্রিত যাঁরা কর্মী আছেন কংগ্রেসের, তাঁরা নাকি এই ঘটনা ঘটিয়েছে। এগুলো নিন্দনীয় ঘটনা, প্রশাসনকে বলব কড়া ব্যবস্থা নিতে। গুরুতর আহত অবস্থায় বর্তমানে হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি BLO-র স্বামী।থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন BLO।অভিযুক্তের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।