করুণাময় সিংহ, মালদা: সাত সকালে রেললাইনের ধার থেকে এক অজ্ঞাতপরিচয় কিশোরের দেহ (body recovery) উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল মালদার (Malda) হরিশ্চন্দ্রপুর রেলস্টেশনে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


কী জানা গেল?
পুলিশ সূত্রে খবর, রবিবার ভোরের দিকে রেলযাত্রী এবং স্থানীয় বাসিন্দারা দেখতে পান যে, লাইনের বেশ কিছুটা দূরে এক কিশোরের দেহ পড়ে রয়েছে। আনুমানিক বয়স ১৭ বছর। কপালে ক্ষতচিহ্ন রয়েছে। কিন্তু কে সে? কোথা থেকে এল? এখনও কিশোরের পরিচয় জানা যায়নি। গ্রামবাসীদের কাছ থেকে দেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় মালদার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ট্রেন থেকে পড়ে মৃত্যু নাকি কিশোরকে খুন করা হয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা। গত ফেব্রুয়ারিতে কিছুটা একই ধরনের ঘটনা ঘটেছিল খাস কলকাতায়।


দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য কলকাতায়...
শহরের ইস্টার্ন মেট্রোপলিটান  বাইপাসের ধারে জলাভূমিতে মহিলার দেহ উদ্ধার হয়েছিল সে বার। প্রগতি ময়দান থানা এলাকায় ওই মহিলার মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধে। ধাপার কাছে জলে ভাসা অবস্থায় মহিলার দেহ উদ্ধার হয়।  ময়নাতদন্তের জন্য মহিলার দেহ পাঠানো হয়। রাস্তা থেকে কিছুটা দূরেই জলাশয়ে কচুরিপানার মধ্যে ওই মহিলার দেহ ভাসতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে পুলিশ এসে এখান থেকে দেহ উদ্ধার করে নিয়ে যায়। জলাশয়ে মহিলার মৃত দেহ ভাসতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অনেকেই চলে আসেন ঘটনাস্থলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। এই ঘটনার কয়েকদিন আগে সরশুনা থানার ল্যান্ডের  মাঠ এলাকায়  এক ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছিল। ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন। তাঁর নাম জয়দেব শিল। বয়স আনুমানিক ৩৫। পরিবারের লোকজন নিখোঁজ হওয়ার পর থেকেই খোঁজাখুঁজি শুরু করেছিলেনষ ওই  ব্যক্তির কোমরে আঘাত ছিল ও হাত পা বাঁধা অবস্থায় ছিল।  দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। ওই ব্যক্তির দেহ সরশুনা থানার পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এলাকায় উত্তেজনা দেখা যায়। পরিবারের লোকজন এবং এলাকার লোকজনের বক্তব্য এই ব্যক্তিকে কেউ বা কারা খুন করে রাস্তার ধারে ফেলে রেখে গেছে । পরিবারের আরও অভিযোগ এই জয়দেবের সঙ্গে এক মহিলার অবৈধ সম্পর্ক ছিল। তাঁদের অভিযোগ ওই  মহিলা এই ঘটনা ঘটিয়েছে। দেহ উদ্ধারের পরই  ঘটনাস্থল ঘিরে রেখেছে সরশুনা থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছন ডিসি দক্ষিণ-পশ্চিম।


আরও পড়ুন:স্বাদ আনে, স্বাস্থ্যের জন্য় উপকারী, তিল বীজ ব্যবহারে কী লাভ?