করুণাময় সিংহ, মালদা: ফের বোনের সম্মান বাঁচাতে গিয়ে আক্রান্ত দাদা (brother gets assaulted while trying to save sister)। অভিযোগ তৃণমূল কংগ্রেস নেতা নিমাই সিংহের (TMC Leader Nimai Singh) অনুগামীদের বিরুদ্ধে। মালদা জেলার হবিবপুরের (Malda District)  ঘটনায় হইচই এলাকায়। হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতের পরিবার। গ্রেফতার করা হয়েছে ১ জনকে। 


কী ঘটেছিল?
প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ঘটনাটি গত বৃহস্পতিবার সন্ধেয় ঘটেছে। এলাকায় একটি মেলা বসেছিল। নির্যাতিতা সেই সময় মেলায় গিয়েছিল। অভিযোগ, সেই সময় তাকে উত্যক্ত করার জন্য ২ যুবক তার শ্লীলতাহানির করার জন্য মেলায় যায়। প্রতিবাদ করতে এগিয়ে আসে কিশোরীর দাদা। তখনই তাকে ধরে মারধর শুরু হয়ে যায় বলে অভিযোগ। প্রাথমিক ভাবে শোনা যাচ্ছে, এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য অনুগামীদের নিয়ে এসে মারধর করেন। পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। যদিও অভিযুক্ত সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন। হালে হাওড়াতেও কার্যত এক ধরনের এক ঘটনা শোনা গিয়েছিল। সেখানে মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা করায় বাধা দেওয়ায় পিটিয়ে খুনের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে।

হালেই এক ঘটনা হাওড়ায়...
পরিবার সূত্রে খবর মেলে, গত রবিবার রাতে টিউশন পড়ে ফিরছিল দশম শ্রেণির ওই ছাত্রী। সেই সময় তাঁকে আনতে যাচ্ছিলেন বাবা। কিশোরীর অভিযোগ, ফেরার সময় রাস্তা আটকে দুই ভাই সহ স্থানীয় তিন যুবক তার শ্লীলতাহানি করে। মেয়ের চিৎকার শুনতে পেয়ে ছুটে যান বাবা। বাবাকে অন্ধকার মাঠে টেনে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে তিন জন। রাতেই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় ওই ব্যক্তিকে। গত সোমবার রাতে উলুবেড়িয়া হাসপাতালে মারা যান তিনি। পুলিশ সূত্রে দাবি, ধৃতরা দোষ স্বীকার করেছে। গত বৃহস্পতিবার দুপুরে ধৃত তিনজনকে নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। করা হয় ঘটনার পুনর্নির্মাণ। এর পর আক্রান্ত ছাত্রীর বাড়িতে আসেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। মৃতের স্ত্রী ও মেয়ের সঙ্গে কথা বলেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন। পড়াশোনার জন্য রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা যাতে তাঁরা পান, তা নিশ্চিত করা হবে বলে আশ্বাস দেন তিনি। দোষীদের কড়া শাস্তির দাবি করেন নিহত ব্যক্তির স্ত্রীও। 
কিন্তু পর পর একই ধরনের দু-দুটি ঘটনায় স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। তবে কি প্রশাসন এখনও সজাগ নয়? আর কত এই ধরনের ঘটনা ঘটলে টনক নড়বে তাঁদের?


আরও পড়ুন:'আমি হিরণের জায়গায় হলে হাইকোর্টে মানহানির মামলা করতাম'