অভিজিৎ চৌধুরী, মালদা: বৌদিকে (Sister-in-law) অপহরণ (kidnap) করে বিহারে (Bihar) পাচারের গুরুতর অভিযোগ উঠল দেওরের (brother-in-law) বিরুদ্ধে। অভিযোগে নাম উঠে এল আরও কিছুজনের। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে পুলিশ। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।


বৌদিকে অপহরণ করে পাচারের অভিযোগ দেওরের বিরুদ্ধে


স্বামী ভিন রাজ্যে কর্মরত। এই সুযোগে স্ত্রীকে অপহরণ করে বিহারে পাচার করার অভিযোগ উঠল স্বামীর ভাইদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার দৌলতপুর এলাকায়। অভিযুক্তরা পলাতক। অপহৃত হওয়া ওই গৃহবধূর নাম রিনা বিবি। বয়স ২৭। অপহৃত হওয়া ওই মহিলার খোঁজে হরিশ্চন্দ্রপুরের বিভিন্ন এলাকা জুড়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। স্বামীর ভাই-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভাটোল চণ্ডীপুর এলাকার রিনা বিবির বিয়ে হয় দৌলতপুর এলাকার বাসিন্দা জাহাঙ্গীরের সঙ্গে। জাহাঙ্গীর ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। স্ত্রী রিনা বিবি বাড়িতে একা থাকত। মাঝে মাঝেই জাহাঙ্গীরের ভাইরা রিনা বিবিকে উত্যক্ত করত, কু-প্রস্তাব পর্যন্ত দিত বলে অভিযোগ।


গত সোমবার থেকে হঠাৎ করে রিনা বিবি নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ রিনা বিবির মা জানান তাঁর মেয়েকে অপহরণ করে বিহারে পাচার করা হয়েছে। এই কাজে মদত জুগিয়েছে জাহাঙ্গীরের ভাই সাহিল ,আবুয়া, মাসেদ। এই ঘটনায় ইতিমধ্যে জাহাঙ্গীরের ভাই-সহ আরও কয়েক জনের নামে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অপহৃত হওয়া রিনা বিবির খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। অভিযুক্তরা পলাতক।


আরও পড়ুন: Howrah: রেলগেট পড়ে থাকলেই দুর্ভোগ বাকসাড়ায়, ওভারব্রিজ বা আন্ডারপাসের দাবিতে সরব স্থানীয়রা


কী বলছেন অপহৃতার মা?


রিনা বিবির মায়ের অভিযোগ, 'আমার মেয়েকে জামাইয়ের ভাই সহ আরও বেশ কয়েকজন মিলে ষড়যন্ত্রমূলকভাবে অপহরণ করেছে। পাশেই বিহার, সেখানে নিয়ে গিয়ে গা ঢাকা দিয়ে রয়েছে। আমার মেয়েকে ওরা খুন করতে পারে। আমি চাই আমার মেয়েকে তাড়াতাড়ি খুঁজে বের করুক পুলিশ।'


এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানা আইসি সঞ্জয় কুমার দাস জানান অভিযোগ করা হয়েছে। অপহৃতা ওই গৃহবধূ এবং অভিযুক্তের খোঁজে এলাকা জুড়ে তল্লাশি চালাচ্ছে হরিশ্চন্দ্রপুর পুলিশ।