করুণাময় সিংহ, মালদা : ঘূর্ণিঝড় অশনির (Cyclone Asani) প্রভাবে রাজ্যের বেশ কয়েক জেলায় গত কয়েকদিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত (Rain) হয়েছে। আজ বৃষ্টিপাত হয় মালদাতেও। এই বৃষ্টি চলাকালীনই আজ সকালে বজ্রপাতে ৯ জন আহত হলেন। তাঁদের হবিবপুর বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রের খবর, মালদার হবিবপুর থানার ভবানীপুর এলাকায় এই ঘটনা ঘটে। আজ সকালে তাঁরা জমিতে কাজ করছিলেন। সেইসময় হঠাৎই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়। একটি গাছের নিচে আশ্রয় নেন কয়েকজন। সেই সময় বজ্রপাতে জখম হন ৯ জন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন ; বংশীধরপুরে স্কুল চলাকালিন বজ্রপাত, আহত ১ শিক্ষিকা সহ একাধিক ছাত্রী
এদিকে গতকালই মন্দিরবাজার দক্ষিণ ২৪ পরগনার (Mandirbazar) থানার বংশীধরপুর (bangshidharpur) হালদারপাড়া আইসিডিএস স্কুলে বজ্রপাতে জখম হন এক শিক্ষিকা ও বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী। তাদের চিকিৎসার জন্য নায়ারহাট ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বজ্রপাতে স্কুলের প্লাস্টার ভেঙে পড়ে।
ঠিক কী হয়েছিল?
ক্লাস চলছিল তখন। আকাশের মুখ ভার ছিল। আচমকাই জোরে বজ্রপাত হয়। যার জেরে ছাত্র-শিক্ষিকা সহ আহত হয় ১৭ জন। ঘটনাটি ঘটে মন্দিরবাজারের বংশীধরপুর হালদারপাড়া অঙ্গনওয়াড়ি স্কুলে। প্রতিদিনের মতো এদিনও দুপুরে অঙ্গনওয়ারি কেন্দ্রে শিশুদের নিয়ে ক্লাস চলছিল। সেই সময়ই এই ঘটনা ঘটে।
এদিকে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আন্দামান সাগরে ১৫ মে-র মধ্যে প্রবেশ করতে পারে। এর প্রভাবে রাজ্যে নির্দিষ্ট সময়ের আগেই বর্ষা আসতে পারে বলে অনুমান আবহবিদদের। আন্দামান সাগরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের নির্ধারিত সময় ২১ থেকে ২২ মে। আবহাওয়া দফতর সূত্রে আরও খবর, আজও দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল থেকে বৃষ্টি কমবে। বাড়বে তাপমাত্রা। সেইসঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও। তবে উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা।